Ajay Deb Gun

in #movie7 years ago

তিন খানকে নিয়ে যতটা আলোচনা হয় উনাকে নিয়ে তেমন না।
তবে আমার দেখা সবচে ভার্সাটাইল অভিনেতা অজয় দেবগন।
একাধারে একশন, রোমান্টিক, কমেডি, ট্রাজেডিক, এন্টি হিরো, ভিলেন, অটিস্টিক চরিত্রে, এমনকি ভূতের মুভিতেও তাকে দেখা গিয়েছে।
কেন জানি মনে হয় তিন খানের সময়ে না আসলে হয়তো রাজত্ব করতেন নিজের মতো করে।
তারপরেও যেভাবে টিকে আছেন সেটাও তার অভিনয় দক্ষতার জোরেই।
শুভ জন্মদিন অজয় দেবগন 🎂🎂
আমার কয়েকটা একান্তই পছন্দের:
১.Main aisa hi hoon( চোখ দিয়ে শুধু শাহরুখই অভিনয় পারে না, অজয়ও পারে তার প্রমান এই মুভি)

২.Khakee( যে লুক আর স্টাইল, ভিলেনগিরি সেই 👌)

৩.Dewaangi(সাইকোথ্রিলার!!! ♥♥)

৪.Gangajal (পুলিশের এই চরিত্রটা ভাল্লাগছিল সাথে কাহিনী 👌👌)

৫.Goalmal 1( এইটার কমেডি লুক দেখলেই হাসি পাই 😂)

৬.Pyar to ho na hi tha ( কাজলের সাথে কেমিস্ট্রি ♥♥)
10981200_700245140082079_1334368621511671404_n.jpg