Coin Locker Girl (2015) মুভি রিভিউ !

in #movie7 years ago


source

অপরাধ জগতের অন্ধকার দুনিয়াটা বড্ড নিষ্ঠুর। সেখানে আবেগ, অনুভূতি বা ভালবাসার মত ব্যাপারগুলোর কোন স্থান নেই। সেখানে আছে কেবল কর্তৃত্ব ধরে রাখার আকাঙ্ক্ষা, ভয়ানক নির্মমতা ও নৃশংসতা এবং ক্ষমতা দখলের সূক্ষ্ম হিসাব-নিকাশ। এখানে আপন বা পর বলতে কেউ নেই। আর কর্মে অপারগতা মানেই এখানে নির্ঘাত নির্মম মৃত্যু। এ দুনিয়াতে মনের ক্ষণকালের আবেগ নিমেষে চারপাশে রক্তের বন্যা বইয়ে দিতে পারে, সবকিছু ধ্বংস করে দিয়ে উল্টে দিতে পারে খেলার সম্ভাব্য চাল। অপরাধ জগতের এ রুপটা শাশ্বত- সব যুগে, সব সমাজেই এটি বিদ্যমান। আর এ জগতের ক্ষমতা হস্তান্তরের নিষ্ঠুর রুপটারও চক্রাকারে পুনরাবৃত্তি ঘটতে থাকে সময়ের সাথে সাথে।

এরকম একটা থীমকে কেন্দ্র করেই গড়ে উঠেছে মুভি "Coin Locker Girl"। গল্পকার ও পরিচালক Han Jun-hee নির্মিত ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত এ ক্রাইম-ড্রামা ধাঁচের সিনেমাতে অভিনয় করেছে Kim Hye-soo, Kim Go-eun, Park Bo-gum, Go Kyung Pyo এর মত পরিচিত এবং দর্শকপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। মুক্তির পরেই বক্স-অফিসে বেশ সাড়া ফেলে দেয় মুভিটি, আয় করে নেয় প্রায় ১০.৭ মিলিয়ন এউ.এস. ডলার (wikipedia)। পাশাপাশি মন জয় করে নেয় সাধারণ দর্শক ও মুভি সমালোচকদেরও।

এক রেলস্টেশনের ১০ নম্বর লকারের সামনে এক অজ্ঞাত শিশুকে দেখতে পেয়ে তাকে সঙ্গে করে নিয়ে যায় এক ভিক্ষুক। ১০ নং লকারের সামনে কুড়িয়ে পাওয়া বলে কোরিয়ান ভাষার দশ থেকে মেয়েটির নামকরণ হয় ইল ইয়ং। আট বছর বয়সে জন্ম-পরিচয়বিহীন ইল ইয়ংকে বিক্রি করে দেওয়া হয় এক অপরাধচক্রের কাছে। সে অপরাধচক্রের সকল ক্ষমতার প্রধান এক কঠোর নারী নেত্রী যে কিনা সবার কাছে অম্মা নামে পরিচিত- তার কর্তৃত্বে তটস্থ পুরো বাহিনী। ইল ইয়ং পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে খুব শীঘ্রই পরিচয়পত্র জালিয়াতি বা আক্রমন করে লোনের টাকা ফেরত নেয়ার মত অপরাধে বেশ পটু হয়ে ওঠে, এবং সাথে সাথে অম্মার ডান হাতে পরিণত হয়। এভাবে দিনগুলো বেশ ভালই কেটে যাচ্ছিল। কিন্তু এতে বাধ সাধে তখনি যখন ইল ইয়ং অম্মার আদেশে এক ঋণ গ্রহীতার ছেলের কাছ থেকে টাকা আনতে যেয়ে তার প্রতি ক্রমশ দুর্বল হয়ে পড়ে, সহজ-সাধারণ ছেলেটির আচরণে মুগ্ধ হয়ে দায়িত্ব থেকে মনের আবেগকে প্রাধান্য দিয়ে ফেলে। এর পর থেকেই বদলে যায় মুভি প্লট। দারুণ দারুণ সব টুইস্টে ভরপুর মুভিটির সামনে কি ঘটতে যাচ্ছে জানতে হলে দেখতে হবে মুভিটি।

মুভিতে অম্মার চরিত্রে Kim Hye-sooএর অভিনয় এবং ইল ইয়ং চরিত্রে Kim Go-eun এর অভিনয় মন ছুঁয়ে গেছে। পাশাপাশি ঋণ গ্রহীতার ছেলের চরিত্রে Park Bo-gum এবং আরেক গ্যাংস্টার চরিত্রে Go Kyung Pyo এর অভিনয় ঠিকঠাক ছিল। পারফেক্ট কাস্টিং বলা যায়। অপরাধ জগত নিয়ে মুভি দেখতে আগ্রহীদের জন্য এ মুভিটি অবশ্যই আমার সাজেশনে থাকবে। বিঃদ্রঃ মুভির এন্ডিং কিছুটা জটিল। কারো বুঝতে সমস্যা হলে বলিয়েন বুঝিয়ে দিবো। পোস্টে বললাম না স্পয়লার হয়ে যাবে

Sort:  

Congratulations @zerin! You received a personal award!

Happy Birthday! - You are on the Steem blockchain for 1 year!

You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking

Do not miss the last post from @steemitboard:

Are you a DrugWars early adopter? Benvenuto in famiglia!
Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!

Congratulations @zerin! You received a personal award!

Happy Steem Birthday! - You are on the Steem blockchain for 2 years!

You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking

Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!