ছোট্ট কিছু আশা - জেমস
Chotto Kichu Asha - James (Nogor Baul)
একটি নদীর দুইটি কুল
দুইটি মনের দুইটি ভুল
ভালবেসে হতেই পারে
একটি প্রেমের রঙিন ফুল.।
একটি নদীর দুইটি কুল
দুইটি মনের দুইটি ভুল
ভালবেসে হতেই পারে
একটি প্রেমের রঙিন ফুল.।
ছোট ছোট কিছু কথা
ছোট ছোট কিছু আশা
সুখের ঘরে ভিড় করে
ছোট ছোট ভালবাসা
ভালবাসা
ছোট ছোট কিছু ভুল
ছোট ছোট ভালবাসা…।
দুজন মোরা দুইজনা
দুইয়ে মিলে একাকার
দুঃখ যদি আসে কভু
কেউ হবোনা কারো পর
কারো পর
যতন করে রেখ সখি
সেই প্রেমের ফুল.।
একটি নদীর দুইটি কুল
দুইটি মনের দুইটি ভুল
ভালবেসে হতেই পারে
একটি প্রেমের রঙিন ফুল.।
Visit Our YouTube Channel For More Lyrical Songs: https://www.youtube.com/channel/UCGjYmvmcdI3G55mma1wyYpg
Important: We don't own anything. All credits go to the right owners. No copyright intended. We are using steemit for marketing purposes of our website and YouTube.