Waiting hours for the ferry is just boring and tedious, the victim knows it. And if there is no favorable weather for ferry movement, then there is no talk. The whole night is spent on the banks of the river. I think it is! If the car could go through the water! But for the first time, a British company has given an innovative solution to the problem. They have created an amphibious bus named Amphikoch. It can run in water and on the ground. The 50-seat amphibious bus built by Georges Stein of Scotland could be on the road like other buses. At this time its normal speed is 70 kilometers per hour. But the start of the excitement and excitement begins in the sea or in the waters of the river. As soon as the land has landed, the bus rolls down the wheels. The whole bus looks like a villa. After that, air piston starts flowing smoothly at the speed of the water. At the time, its speed was 10 miles per hour. Bus is either diesel engine driven by either road or river. Managing director of the company Steve Sinnath said they took six years to build the bus. But the company expects to build 12 cars every year. Each vehicle will cost two million 80 thousand pounds. It is informed by the company that it can survive in the position of up to three thousand 500 hours to avoid any obstruction un
ফেরির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা কেমন একঘেয়েমি ও ক্লান্তিকর, তা ভুক্তভোগীরাই জানে। আর ফেরি চলাচলের জন্য আবহাওয়া অনুকুল না হলে তো কথাই নেই। গোটা রাতটাই নদীর কিনারে কাটাতে হয়। তখন মনে হয়, ইস! গাড়িটি যদি পানির ভেতর দিয়ে যেতে পারত! তবে প্রথমবারের মতো এমন সমস্যার একটি অভিনব সমাধান দিয়েছে ব্রিটেনের একটি কোম্পানি। তারা অ্যাম্ফিকোচ নামের একটি উভচর বাস তৈরি করেছে। এটি জলে ও স্থলে চলতে পারে। স্কটল্যান্ডের জর্জ স্িনথ উদ্ভাবিত ৫০ আসনবিশিষ্ট উভচর বাসটি অন্যান্য বাসের মতোই সড়কপথে চলতে পারে। এ সময় এর স্বাভাবিক গতি থাকে ঘণ্টায় ৭০ কিলোমিটার। তবে বিস্নয় আর উত্তেজনার পালাটি শুরু হয় সাগরে বা নদীর পানিতে চলার সময়। স্থলভাগ থেকে পানিতে নামার সঙ্গে সঙ্গেই বাসটি চাকাগুলো গুটিয়ে নেয়। গোটা বাসটি তখন ভেলার মতো মনে হয়। এরপর পানিতে এয়ার পিস্টনের মাধ্যমে শুরু হয় মসৃণ গতিতে ভেসে চলা। এ সময় এর গতি দাঁড়ায় ঘণ্টায় ১০ মাইল। সড়ক কিংবা নদী−উভয় পথেই বাসটি ডিজেল ইঞ্জিনচালিত। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক স্টিভ স্িনথ জানান, বাসটি তৈরি করতে তাঁদের ছয় বছর লেগেছে। তবে কোম্পানি প্রতিবছর ১২টি করে গাড়ি নির্মাণ করবে বলে আশা করছে। প্রতিটি গাড়ির দাম পড়বে দুই লাখ ৮০ হাজার পাউন্ড। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, পানির নিচে যেকোনো প্রতিবন্ধকতা থেকে রক্ষা পেতে এটি তিন হাজার ৫০০ ঘণ্টা পর্যন্ত নিজের অবস্থানে টিকে থাকতে পারে।
Congratulations @mohosin425! You have completed some achievement on Steemit and have been rewarded with new badge(s) :
Award for the number of upvotes received
You published 4 posts in one day
Click on any badge to view your own Board of Honor on SteemitBoard.
For more information about SteemitBoard, click here
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP