শহরে থেকেও আমরা গ্রামের আনন্দ খুঁজে পাই |

in #mylast year

image.png

আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন| শহরে থেকেও গ্রামের আনন্দ খুঁজে পায় কথাটি বলার অর্থ হচ্ছে| ছোটবেলা থেকে গ্রামের মনোরম পরিবেশে বড় হয়ে ওঠা আমার| ভালোবাসা এবং ভালো লাগা যেন প্রকৃতির মাঝে আটকে আছে| তাই ঘরের পাশে যতটুকু জায়গা ছিল সেখানে আমরা ছোট্ট করে মাটির চুলা তৈরি করি| মাঝে মাঝে শখ করে মাটির চুলায় রান্না বান্না করি| মাটির চুলার রান্না কিন্তু অনেক বেশি মজা হয় সেটা আপনি যেভাবেই রান্না করেন না কেন| আজকে আমি আপনাদের সাথে যে ব্লক টা শেয়ার করেছি এখানে আমি দেখিয়েছি আজকের সকল রান্না কিন্তু আমি সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত সকল রান্না মাটির চুলায় করা হয়েছে| এমনকি বিকালের জন্য যে ছোলা ভুনা করেছিলাম সেটিও আমি মাটির চুলায় যে তাপ ছিল সেটা দিয়ে কমপ্লিট করে রেখেছি| আমি আশা করব আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে| আমি আমার ভালোলাগা থেকে আপনাদের সাথে ব্লগ তৈরী করে শেয়ার করি |আর কথা বাড়াবো না চলন বন্ধুরা দেখে আসি আজকের ব্লগটি| আপনারা আপনাদের মতামতটা আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লাগে আমার ব্লগ|

আমি আশা করবো আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লেগেছে এবং আপনারা দেখেছেন আপনাদের যদি কোন মতামত থাকে সেটা অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানাইতে পারেন| আমার ভুলত্রুটি গুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন| আপনার আমার পাশে থাকলে আমার সামনের পথ চলাগুলো আরো বেশি সহজ হয়ে যাবে| আমি চাইবো আপনারা সব সময় আমার পাশে থাকবেন আপনারা আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য| আজ আসি আবার দেখা হবে অন্য কোন কন্টেন্টের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন| অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন| যে পরিমাণে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে আমরা অনেকেই না ফেরার দেশে চলে যাচ্ছি নিজেদের খামখেয়ালির জন্য| তাই আমরা সকলে স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে হয়তো ডেঙ্গু থেকেও উদ্ধার হওয়া সম্ভব| আবার সিজনও চেঞ্জ হচ্ছে এই গরমে ঠান্ডা এতে করেও জ্বর ঠান্ডা মানুষের লেগেই থাকবে তাই আমরা ঘাবড়ে না গিয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মনে অবশ্যই জোর রাখবো|যাতে করে সামনে অনেক বড় মহামারী ও যদি আসে সেখান থেকে যেন খুব অনায়াসে বের হয়ে আসতে পারি|