অনলাইনে প্রোডাক্ট কিনে আমি খুবই হতাশ |

in #mylast year

image.png

আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন| আমিও ভাল আছি| আজকে আবারো একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি প্রতিদিনের মতন| আমার আজকের ব্লগ একটু ভিন্ন রকম কারণ আমি অনলাইনে সবসময় কেনাকাটা করি কখনো কোনদিন কোন খারাপ আসে নাই সব সময় আলহামদুলিল্লাহ ভালো প্রোডাক্ট পেয়েছি| জীবনে প্রথমবারের মতো কোনো একটা প্রোডাক্ট কিনে আমি খুবই হতাশ| আর এটা আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না| আমি ফেসবুকে যে প্রোডাক্ট দেখছি ঠিক তেমনি আমাকে পাঠানো হয়েছে| অনলাইনে দেখিয়েছিল ফোন এসটেন্ড তো আমার একটা ফোন স্টানের খুব প্রয়োজন ছিল কারণ আমার না আসলে কোন ফোন স্ট্যান্ড নাই আমি আমার নিজের হাতে ধরে ভিডিওগুলো তৈরি করি এবংআমি আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করি|রান্নার ভিডিও করতে গেলে খুব মুশকিল হয় ডান হাতে আমার খুন্তি থাকে| বাহাতে আমি ফোনের ক্যামেরা অন করে ধরে রাখি| তাই এফবিতে ঘাটাঘাটি করার পর একটা স্ট্যান্ড পেলাম এবং খুবই কম দামে তখনই আমি অর্ডার করে দিলাম এবং ওদেরকে বললাম দেখলাম আপনাদের পেজে ডিসকাউন্ট| ওরা কোন রিপ্লাই আমাকে দিলো না কিছুক্ষণ পর আমার ফোনে একটা ফোন আসে বলে আপনি যে ডিসকাউন্টে দেখেছেন এটা ছিল ডিসেম্বরের সেটা আবার গত বছরের| আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম তাহলে এখন কত রাখতে পারবেন বলেন উনি আপু ৫০ টাকা কম রাখতে পারব| তখন আমি কনফার্ম করে দেই একদিন পর যখন আমার হাতে এসে পৌঁছায় তখন আমি হতাশ হয়ে একটা ব্লগ তৈরি করি যে আমি যে বোকা সেজে গেছি সেটা আপনাদের মাঝেও শেয়ার করছি আমি আশা করব আমার আজকের ব্লগটি আপনারা দেখবেন |

বন্ধুরা, আমি আশা করব আমার ব্লগ গুলো আপনাদের কাছে ভালো লাগে| ভালো লাগা থেকে আমি আমার ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি| আপনারা আমার পাশে থাকলে আমি আপনাদের জন্য নিত্য নতুন কনটেন্ট নিয়ে হাজির হয়ে যাব প্রতিদিনের মতন| আপনার আমার পাশে থাকলে আমার সামনের পথচলা গুলো আরো বেশি সহজ হয়ে যাবে| আজ আসে আবার দেখা হবে অন্য কোন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার পাশে থাকবেন| আপনারা আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য |