#শৈলপ্রপাত, #বান্দরবান।
বান্দরবান শহর থেকে চিম্বুক রোডে নীলগিরি যাবার পথেই প্রকৃতির এক চোখ জুড়ানো সৃষ্টি এই শৈলপ্রপাত। প্রায় সারা বছর পানির প্রবাহ দেখার মতো।
প্রপাতের উপরে দারুণ স্বচ্ছ নীল আকাশ। প্রপাতে চোখে পড়ে সেখানকার স্থানীয় লোকজনের জীবন যাপনের ছবি! সব মিলে দারুণ একটি জায়গা। তবে
প্রপাতে নামার ক্ষেত্রে অবশ্যই সাবধান হবেন কারণে প্রচন্ড পিচ্ছিল!আমাদের সামনেই দুইজন পিছলে পড়ে গেছে! আমার ছেলেও পড়ে গিয়েছিল, তবে বাবার হাত ধরা ছিলো তাই তেমন ব্যথা পায়নি।
#যাতায়াত : বান্দরবান থেকে অটো, মাইক্রো, চান্দের গাড়ি বা প্রাইভেট কার নিয়েও চলে যাওয়া যায়! আর যেহেতু নীলগিরি যাবার পথেই পড়ে তাই সবাই নীলগিরি যাবার সময় বা ফেরার পথে এই প্রপাত দেখে যান।
#সাবধানতা : পরিবেশের ক্ষতি হয় এমন কিছু এই সব সুন্দর জায়গাগুলতে না ফেলার অনুরোধ করছি।
Nice place and great waterfall views in my opinion
nice photography