"কাঞ্চননগর রাবার বাগান"
বাংলাদেশে যে কয়েকটি হাতেগোনা রাবার বাগান আছে তার মধ্যে ৩ টি রাবার বাগান ফটিকছড়িতে।
ফটিকছড়ি সদর থেকে সবচেয়ে কাছে হওয়ায় যাতায়াতের জন্য সবচেয়ে সহজ এবং উপযোগী কাঞ্চনগর রাবার বাগান।
তবে জার্নিটা যদি উপভোগ্য এবং স্পেশাল করতে চান, তাহলে বাইকই বেস্ট।।
কম সময়ে, স্বল্প খরচে উপভোগ করুন দারুণ সব অপরূপ প্রাকৃতিক দৃশ্য।।