A short description about six seasons in Bangladesh

in #nature4 years ago

gettyimages-1074372806-612x612.jpg
Source

Bangladesh is a country of conspiracies. Each of the twelve months of the year has a season, and each season has its own characteristics. The first season of the Bengali year is called summer and it consists of the two months of Boishakh-Jyastha. In the early summer, when the intense heat is intoxicated by the intoxication of burning and destroying nature, the rain falls on the sky. Not only does the rain come down, it is accompanied by a severe storm which the Bengalis know as Kalbaishakhi storm. One-fifth of the year-round rainfall in Bangladesh occurs during these two summer months. The most famous fruit of Bangladesh is mango which starts ripening in the second month of summer, the month of Jyotsha.

বাংলাদেশ ষড়ঋতুর দেশ। বছরের বারোটা মাসের মধ্যে প্রত্যেক দুই মাস নিয়ে একেকটা করে ঋতু গঠিত হয় এবং প্রত্যেকটি ঋতুর আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। বাংলা বছরের প্রথম ঋতুর নাম গ্রীষ্মকাল এবং এটি বৈশাখ-জ্যৈষ্ঠ এই দুই মাস নিয়ে গঠিত। গ্রীষ্মকাল শুরু হওয়ার প্রথম দিকে তীব্র তাপদাহ প্রকৃতিকে যখন পুড়িয়ে ছারখার করে করার নেশায় উন্মত্ত হয় ঠিক তখনই আকাশ তেকে বৃষ্টি নেমে আসে। শুধু বৃষ্টি নেমে আসে না, সাথে করে নিয়ে আসে তীব্র ঝড় যেটাকে বাঙালিরা কালবৈশাখী ঝড় নামেই চেনে। বাংলাদেশের সারা বছর যে পরিমাণ বৃষ্টিপাত হয় তার মধ্যে পাঁচ ভাগের এক ভাগ গ্রীষ্মকালের এই দুই মাসেই হয়। বাংলাদেশের সবথেকে পরিচিত ফল আম যেটা গ্রীষ্মকালের দ্বিতীয় মাস, জ্যৈষ্ঠ মাসে পাকতে শুরু করে।

Summer is followed by rainy season. Asardha and Shravan are the two months of monsoon. The rainy season ends with heavy rains throughout the day. About four-fifths of Bangladesh's annual rainfall falls during this monsoon season. People can't go out to work because it rains all day and night. As a result, these two months are very short of people. However, at this time paddy is planted from which rice is produced for rice, the main food of the people of Bangladesh. Due to heavy rains, rivers, canals, beels and reservoirs are flooded and it seems that they have regained their youth. Many times the excess water overflows the river, crosses the embankment, floods the town and causes massive floods. In 1986, 1996 and 2004, the flood situation in Bangladesh deteriorated drastically, resulting in severe loss of life and property of people and animals. During the monsoon season, the flood situation worsened.

গ্রীষ্মকালের পরে আসে বর্ষা কাল। আষাঢ় এবং শ্রাবণ এই দুই মাস মিলে হয় বর্ষাকাল। সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি হতে হতেই বর্ষাকাল শেষ হয়। বাংলাদেশের সারা বছর যে পরিমাণ বৃষ্টিপাত হয় তার পাঁচ ভাগের চার ভাগ এই বর্ষাকালেই হয়। সারাদিন রাত বৃষ্টি হবার জন্য মানুষ কাজে-কর্মে যাওয়ার জন্য বাইরে যেতে পারে না। যার ফলে এই দুই মাস মানুষের খুব অভাব লেগে থাকে। তবে এই সময়ে ধান লাগানো হয় যা থেকে বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য ভাত এর জন্য চাল উৎপাদন করা হয়। অনেক বেশি বৃষ্টিপাতের ফলে এই সময় নদ-নদী, খাল-বিল, জলাশয়গুলো পানিতে টইটুম্বুর হয়ে পড়ে মনে হয় তারা যেন যৌবন ফিরে পেয়েছে। অনেক সময় অতিরিক্ত পানি নদী ছাপিয়ে বেড়িবাধ পার হয়ে জনপদ প্লাবিত করে এবং ব্যাপক বন্যার সৃষ্টি করে। ১৯৮৮,১৯৯৮ এবং ২০০৪ সালে বাংলাদেশে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে যার ফলে মানুষ এবং পশু পাখির জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। বর্ষাকালেই এসকল বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে ছিল।

After the rainy season comes the autumn. Bhadra and Ashwin are in autumn. Cloudless skies, breezes on the riverbanks, sailing boats in the distance, and white kashabanas on the banks of the river, such enchanting beauty does not seem to be found anywhere else in the world. If you are in a bad mood, just stand by the river Kashabana in the open air, I can guarantee that you will be in a good mood. Autumn is called the second spring season in Bangladesh. Durga Puja, the biggest religious festival of the followers of traditional religions, is celebrated in the month of Ashwin.

বর্ষাকালের পরে আসে শরৎকাল। ভাদ্র এবং আশ্বিন এই দুই মাস মিলে হয় শরৎকাল। মেঘমুক্ত আকাশ, নদীর পাড়ে ঝিরিঝিরি বাতাস, দূরে পালতোলা নৌকা আর নদীর পাড়ে সাদা কাশবন, এমন মনমুগ্ধকর সৌন্দর্য পৃথিবীর আর কোথাও দেখতে পাবেন বলে মনে হয় না। আপনার মন যদি খুব খারাপ থাকে তবে এসময় নদীর ধারে কাশবন এর পাশে একটু খোলা বাতাসে দাঁড়িয়ে থাকুন, আপনার মন ভালো হবে তা আমি শতভাগ নিশ্চয়তা দিতে পারি। শরৎকাল কে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় বসন্তকাল। আশ্বিন মাসে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপিত হয়।

Late utumn comes after autumn. Kartik and Agrahayan are the two months of late autumn. Late autumn is best known in Bangladesh because it is at this time that the Nabanna festival begins. The paddy planted in the rainy season is harvested in the late autumn and taken home. After three to four months of hard work, when the paddy is picked at home, the smile of satisfaction that appears on the face of the farmer, you will not be able to buy it anywhere with hundreds of crores of takas. Although the prevalence of Nabanna festival has decreased a lot now, it is still seen in many places in the villages of Bangladesh.

শরৎকালের পরে আসে হেমন্তকাল। কার্তিক এবং অগ্রহায়ণ এই দুই মাস মিলে হয় হেমন্তকাল। হেমন্তকাল বাংলাদেশে সর্বাধিক পরিচিত কারণ এ সময়ে নবান্ন উৎসব শুরু হয়। বর্ষাকালে যে ধান লাগানো হয় তা হেমন্তকালে কেটে ঘরে তোলা হয়। তিন থেকে চার মাস কষ্ট করে ধান পরিচর্যা করার পর যখন ধান ঘরে তোলা হয় তখন কৃষকের মুখে যে তৃপ্তির হাসি ফুটে উঠে তা আপনি শত কোটি টাকা দিয়েও কোথাও কিনতে পাবেন না। যদিও নবান্ন উৎসবের প্রচলন এখন অনেকটাই কমে গেছে তবুও বাংলাদেশের গ্রামে গঞ্জে আনাচে-কানাচে অনেক জায়গায় এখন ও এই উৎসব করতে দেখা যায়।

Winter comes in the fall. Poush and Magh are winter months. This is the coldest season in Bangladesh. As Bangladesh is located in the temperate zone, the temperature never drops below freezing. The lowest temperature ever recorded in Bangladesh is 2 degrees Celsius. Since the temperature in Bangladesh never drops below freezing, it never snows here, but sometimes there is intense fog and dew. Winter is the most famous cake festival in Bangladesh. In fact, winter is the time to make all kinds of cakes. The rice that is harvested in autumn is used to make rice. Later this rice is ground into flour. With this flour, the people of Bangladesh make all kinds of fun and delicious cakes.

হেমন্তকালের পড়ে আসে শীতকাল। পৌষ এবং মাঘ এই দুই মাস মিলে হয় শীতকাল। এটি বাংলাদেশের শীতলতম ঋতু। বাংলাদেশ নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত বলে তাপমাত্রা এখানে কখনোই হিমাঙ্কের নিচে নামে না। বাংলাদেশে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা হলো ২ ডিগ্রি সেলসিয়াস। যেহেতু বাংলাদেশের তাপমাত্রা কখনোই হিমাঙ্কের নিচে নামে না তাই এখানে কখনো বরফপাত হয় না তবে মাঝে মাঝে তীব্র কুয়াশা এবং শিশির পড়তে দেখা যায়। শীতকাল বাংলাদেশে সর্বাধিক পরিচিত পিঠা উৎসবের জন্য। আসলে শীতকাল হল হরেক রকম পিঠা বানানোর সময়। হেমন্তকালে যে ধান কাটা হয়, সে ধান থেকে চাল তৈরি হয়। পরে এই ধান পিষে আটা বানানো হয়। এই আটা দিয়ে বাংলাদেশের মানুষ হরেক রকমের মজাদার এবং সুস্বাদু পিঠা তৈরি করে।

After winter comes spring, the most comfortable and beautiful season in Bangladesh. Fagun and Chaitra are the two months of spring. The ambient temperature is most comfortable at this time. Although the duration of spring is two months, the real beauty and captivating atmosphere of spring can be enjoyed for three weeks in the middle of the month of Falgun. At this time, the call of the cuckoo bird will make your mind feel good in any situation.

শীতকালের পরে আসে বাংলাদেশের সবথেকে আরামদায়ক এবং সুন্দরতম ঋতু বসন্তকাল। ফাগুন এবং চৈত্র এই দুই মাস নিয়ে গঠিত হয়য় বসন্তকাল। পরিবেশের তাপমাত্রা এ সময় সবথেকে আরামদায়ক থাকে। বসন্তকালের ব্যাপ্তি দুই মাস হলেও বসন্তকালের আসল সৌন্দর্য এবং মনমুগ্ধকর পরিবেশ উপভোগ করা যায় ফাল্গুন মাসের মাঝের তিন সপ্তাহ। এসময় কোকিল পাখির কুহু কুহু সব্দের ডাক যেকোন পরিস্থিতিতে আপনার মন ভালো করে দিবে।

Thank you all very much.

সবাইকে অনেক অনেক ধন্যবাদ।