বাংলাদেশ দলে নতুন ‘আফ্রিদি’ অভিষেক ম্যাচেই দুর্দান্ত সাহসিকতা দেখিয়েছেন!

in #new7 years ago

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশি অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে অনেকেই বলেন বাংলাদেশের ‘আফ্রিদি’। পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি যেমন তার প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বোল্ড আউট করে দুই হাত দুই দিকে প্রসারিতে করে দাঁড়িয়ে যায়। বাংলাদেশি সাইফউদ্দিনও উইকেট পেলেই দুই হাত দুই দিকে প্রসারিতে করে উদ্‌যাপনটা তেমনই করেন। তাই অনেকেই সাইফউদ্দিনকে বাংলাদেশি ‘আফ্রিদি’ নামে ডাকেন।

কোনোকিছু তার অনুকূলে ছিল না। দক্ষিণ আফ্রিকার মাটিতে জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেতে নামলে যে কারোই বুক কাঁপার কথা। তবে ২০ বছর বয়সী অলরাউন্ডার সাইফ উদ্দিন অভিষেক ম্যাচে যে সাহসিকতা দেখালেন তার তুলণা হয় না। তিনি যে ভবিষ্যতের তারকা তা তার সাহসী ব্যাটিংই বলে দিচ্ছিলো।

না, বড় কোনো ইনিংস খেলতে পারেননি সাইফ। খেলার সুযোগও ছিল না। কারণ তিন যখন ব্যাট করতে নামেন তখন ওভার বাকি মাত্র ২.৩। মানে ১৫ বল বাকি। চড়াও হয়ে ব্যাট চালানো ছাড়া করার কিছুই ছিল না। এবং সেটাই করেছেন সাইফ। যাতে তিনি মোটামুটি সফলও।

১১ বলে ১৬ রানের ছোট ইনিংস খেলেছেন। তবে এই ছোট ইনংসটাই অনেক আশার আলো দেখাচ্ছে। মন জয় করে নিয়েছে সবার। ইনিংস শেষ হবার এক বল আগে রাবাদাকে যেভাবে ছক্কা হাঁকান তাতে মুগ্ধ অপর প্রান্তে থাকা মুশফিকুর রহিমও। নিজের ব্যাট চাপড়ে এ তরুণ ব্যাটসম্যানকে সানন্দে অভিনন্দন জানিয়েছেন মুশি।

যুব দলে আলো ছাড়ার পর দক্ষিণ অফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পান সাইফ। ঘরোয়া লিগে তার ব্যাটিং গড় ৩৩ এর উপরে। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৫ এর মতো। বল হাতেও ভালো পারফরম্যান্স তার। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার বোলিং গড় ২৪ এর মতো

Sort:  

বাংলাদেশ ক্রিকেট টিম ক্রিকেট বিশ্বে পরাশক্তি হিসেবে জায়গা দখল করে নিয়েছে। বাংলাদেশ ক্রিকেট টিমের ও সাউফ উদ্দিন এর জন্য সফলতা কামনা করছি। এগিয়ে জাগ বাংলাদেশ ক্রিকেট টিম এগিয়ে জাগ সকল বাধা অতিক্রম করে বাংলাদেশ।

স্টিমিটে আমাদের বাংলাদেশিদের অন্তুভুক্ত করতে হবে চায়নিজ, জাপানিজ, রাশিয়ানদের মত। তারা তাদের নিজের ভাষায় স্টিম করেই চলেছে। বর্তমানে চায়নিজরা স্টিমিটে অনেক এগিয়ে। প্রচুর অর্থ তারা উপার্জন করছে।

আমরা বাংলাদেশীরা শুধু টাকা ইনকাম করতে চায় সর্টকাটে। যার ফলে এই স্টিমিটে কিছু করতে পারে না। এখানকার নিয়মেই হচ্ছে সুন্দর সুন্দর আর্টিকেল লিখে পাঠকদের দৃষ্টি আকর্ষন করা, পাঠকদের কিছু দেওয়া। কিন্তু আমরা সেটা করতে সম্পূর্ন ব্যর্থ।

ভাল থাকবেন ধন্যবাদ।