দর্শক বারবার প্রেমে পড়ে যায় খুদা গাওয়ার সেই আফগানি কন্যার। সাদমার সেই বোকাসোকা মেয়েটার। লমহের অবুঝ পূজার। চাঁদনির দুষ্টু-মিষ্টি চাঁদনির। ইংলিশ ভিংলিশ-এর শান্তশিষ্ট শশীর। পর্দায় শ্রীদেবী যে রূপেই আসুন না কেন, প্রেমের উন্মাদনা এনেছেন নয় থেকে নব্বইয়ের বুকে। শ্রীর হাসি, শ্রীর দিঘল দুটি চোখ অবাধ্য হতে উসকে দিয়েছে বারবার। তাঁর ‘হাওয়া হাওয়াই’ ইশারায় উত্তাল আজও সারা ভারত। দক্ষিণ তথা বলিউডের এই বিশাল সাম্রাজ্যের তিনি ছিলেন সম্রাজ্ঞী। কিন্তু ব্যক্তি শ্রীদেবী কেমন ছিলেন? পরিচালক থেকে তাঁর সহ-অভিনেত্রী সবার স্মৃতিতে ধরা দিলেন এক অন্য শ্রী।
Sort: Trending