newspaper

in #news7 years ago

এম শাহজাহান ॥ পনেরোটি খাত সামনে রেখে সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে। বাংলাদেশী পণ্যের একটি বড় বাজার হতে যাচ্ছে দেশটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সৌদি আরব সফরে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত যেসব জটিলতা রয়েছে তা দূর করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে সৌদি আরব ইতোমধ্যে ইতিবাচক সাড়া দিয়েছে। বাংলাদেশ থেকে পণ্য আমদানির পাশাপাশি বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। গার্মেন্টস আইটেম, সিরামিকস পণ্য, অবকাঠামো নির্মাণ, জ্বালানি তেল ও গ্যাস, ব্যাংকিং ও ফাইন্যান্স, তথ্যপ্রযুক্তি, চামড়া ও চামড়াজাত পণ্য, ইলেক্ট্রনিক্স ও টেলিযোগাযোগ, স্বাস্থ্য ও ওষুধ, হিমায়িত খাদ্য, পাট ও পাটজাত পণ্য, পর্যটন, কৃষি এবং খাদ্য ও পানীয় খাতে দেশটির আগ্রহ সবচেয়ে বেশি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এ তথ্য।
images_022.jpeg