বর্তমানে দেশের নামকরা পত্রিকা গুলোর পাতা উল্টালেই আপনার চোখে পড়বে ‘ধর্ষণকাণ্ড’। আর এই খবরগুলোতে দেখবেন শিশু, নারী, জোরপূর্বক, চলন্তবাস অথবা ফুসলিয়ে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচারের কথা তুলে ধরা হয়েছে।
কিন্তু এবার অবাক করার মত একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। যেখানে আটজন মিলে এক গর্ভবতী ছাগলকে ধর্ষণ করেছে! তাদের অত্যাচারে সাত বছর বয়সী সেই গর্ভবতী ছাগলটি শেষ পর্যন্ত মারাও গেছে।
অবিশ্বাস করলেও এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যে। সেখানকার নুহ জেলার মারোদা গ্রামে আট ব্যক্তি মিলে ছাগলটিকে ধর্ষণ করেছে বলে হিন্দুস্তান টাইমস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে। নির্যাতনের শিকার ছাগলটি প্রাণ হারিয়েছে। অভিযুক্ত তিনজনকে শনাক্ত করেছে পুলিশ।
খবরে বলা হয়, অভিযুক্ত আটজন মাদকাসক্ত ও মদ্যপ অবস্থায় ছাগলটিকে নির্জন ঘরে নিয়ে ধর্ষণ করে। এর পর পর ছাগলটি মারা যায়। গত বৃহস্পতিবার ছাগলটির মালিক আসলু গণধর্ষণের অভিযোগে নাগিনা থানায় একটি লিখিত অভিযোগ করেন।
তিনি অভিযোগ করেন, আট ব্যক্তি তার ছাগলটিকে চুরি করে ধর্ষণ করে।
নাগিনা থানার ইনচার্জ রাজবীর সিং জানান, অভিযুক্তদের মধ্যে রয়েছে সাভাকর, হারুন, জাফর নামের তিন ব্যক্তি। বাকি পাঁচজনের এখনও পরিচয় জানা যায়নি। তবে ঘটনার পর থেকে প্রত্যেকেই পলাতক। তাদের খোঁজ চলছে।
শিগগিরই মৃত ছাগলটির মেডিকেল পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।
বিডি২৪লাইভ/ওয়াইএ