দিয়াগো ম্যারাডোনা আর্জেন্টিনার এক বড় ফুটবলারের নাম।তার একক নৈপুণ্যে ১৯৮৩ সালে বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা। তারপরে আর বিশ্বকাপ জিতা হয়নি আর্জেন্টিনার। তার জন্য সব কোচের সমালোচনা করেছেন এই আর্জেন্টিনা কিংবদন্তী দিয়াগো ম্যারাডোনা।রাশিয়া বিশ্বকাপের কিছু দিন আগে আর্জেন্টিনার বর্তমান কোচ সাম্পাওলির সমালোচনা করেছেন ম্যারাডোনা। শুধু সাম্পাওলির সমালোচনা করেননি তিনি নিজের দেশ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন,বলেছেন এবাররের রাশিয়া বিশ্বকাপে সব গুলো ম্যাচ হারবে আর্জেন্টিনা। গতকাল আবুধাবি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলে।তিনি কোচের সমালোচনা করে বলেছেন,আমি শুনেছি সাম্পাওলি ২-৩-৩-৩ ফরমেশনে খেলাতে চাচ্ছে মেসিদের এটা খুব হাস্যকর ব্যাপার।কারণ এই ফরম্যাটে খেলা হত ১৯৩০ সালে। এই ফরম্যাটে খেলানোর ব্যাপারে ম্যারাডোনা সমালোচনা করেন বর্তমান আর্জেন্টিনা কোচ সাম্পাওলির।তবে তিনি এ ও বলেছেন যে ১ম রাউন্ডে আর্জেন্টিনা ভালো খেলবে। আগামি ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ১ম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তবে হাটুর আঘাতের কারণে এবারের আসর থেকে ছিটকে গেছে আর্জেন্টিনার প্রধান গোলরক্ষক রমেরো।তার বদলে দলে ডাক পেয়েছেন নাহুয়েল গুজম্যান।
source
Sort: Trending