আগামী ২০১৮-১৯ অর্থ বছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামার। গতকাল সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিকল্পনামন্ত্রী এ তথ্য জানান্
মন্ত্রি বলেন, গত কয়েক বছর ধরে যেভাবে জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, তাতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আগামী অর্থ বছর ৮ শতাংশ প্রবৃদ্ধি অবশ্যই হবে। আর পণ্য উৎপাদন বেড়েছে, সরবরাহও স্বাভাবিক। ফলে মূল্যস্ফীতি সাড়ে ৫ ভাগের মধ্যে থাকবে বলে তিনি মনে করেন।
এসময় তিনি উল্লেখ করেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) রাজনৈতিক বিবেচনায় প্রকল্প নেওয়ার কিছু নেই। আগে বিশাল এডিপি নেওয়া হতো। পরে সংশোধন করে এডিপি কমানো হত। এখন আর তা হবে না। এখন সংশোধিত এডিপি বলে কিছু নেই। কারণ এডিপি ও আরএডিপি একসঙ্গে করা হচ্ছ্ েসরকার এধন এডিপি সংশোধন করে কমানোর পরিবর্তে বাড়াবে। এখন প্রকল্প বাস্তকায়নের মান বাড়ানো হচ্ছে। মান সম্পন্নভাবে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করতে আগামী অর্থ বছরে তদারকি বাড়ানো হবে। এলএনজি যুক্ত হওয়ায় আগামীতে বিসরকারি বিনিয়োগ বাড়বে বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, এতদিন বিদ্যুৎ ও গ্যাসের সংকট ছিণ। এ অবস্থায় কেউ বিনিয়োগ করবে ন্ াআমিও বিনিযোগ করতাম না। কারণ কারখানা স্থাপন করে যদি বিদ্যুৎ সংযোগ না পাওয়া যায় তাহলে কারখানা করে লাভ কি; কিন্তু এখর সেই সমস্যা নেই। ফলে বেসরকারি বিনিয়োগ বাড়বে।
Sort: Trending