সুনামগঞ্জে বজ্রপাতে এক এইচএসসি পরীক্ষার্থী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর দুইটার দিকে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের সাফেলা গ্রামের পাশে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত দুজন হলেন গৌরারং ইউনিয়নের উজান শাফেলা গ্রামের একা রানী দাশ (১৮) ও ভাটি শাফেলা গ্রামের এখলাছ মিয়া (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উজান শাফেলা গ্রামের রাধিকা রঞ্জন দাসের মেয়ে একা রানী দাশ এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। দুপুরে তিনি তাঁর বাবার জন্য ভাত নিয়ে যাচ্ছিলেন গ্রামের পাশের ধান শুকানোর খলায়। পথে বৃষ্টি শুরু হয়। এ সময় তিনি পথের পাশের একটি গাছের নিচে দাঁড়ান। পাশেই ধানমাড়াইয়ের কাজে ছিলেন এখলাছ মিয়া। বৃষ্টি বেড়ে যাওয়ায় এখলাছ মিয়াও ওই গাছের নিচে আসেন। পরে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁদের দুজনের মৃত্যু হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল্লাহ বজ্রপাতে দুজনের মৃত।
Amazing idea of the news post