News 2

in #news7 years ago

প্যারিসে গত রোববার পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা গত বারের চ্যাম্পিয়ন মোনাকোকে ৭-১ গোলে উড়িয়ে পাঁচ ম্যাচে হাতে রেখেই লিগ শিরোপা পুনরুদ্ধার করে পিএসজি।

সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্সের শীর্ষ লিগে দাপট দেখিয়ে চলছে পিএসজি। কিন্তু এই লিগের সাফল্যের তালিকায় এখনও বেশ পিছিয়ে তারা। ১৯৭০ সালে প্রতিষ্ঠার পর থেকে মোট সাতবার চ্যাম্পিয়ন হয়ে লিওঁর সঙ্গে যৌথভাবে পাঁচে অবস্থান করছে প্যারিসের ক্লাবটি। সর্বোচ্চ ১০ বার চ্যাম্পিয়ন হয়েছে সাত এতিয়েন।

বুধবার ফরাসি কাপের সেমি-ফাইনালে কঁয়ের মুখোমুখি হওয়ার আগের দিন এমেরি বলেন, “পিএসজি নতুন একটি ক্লাব। লিগে দলের শক্তিটা সুসংহত করা দরকার আমাদের।”

“বায়ার্নের অন্যদের থেকে অনেক বেশি শিরোপা আছে। স্পেনে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার অনেক শিরোপা আছে। ইতালিতে এসি মিলান ও ইন্টারের সঙ্গে আছে ইউভেন্তুস।”
images_018.jpeg