নীরবতায় জুটি মেহজাবিন-নিশো

in #newsbd7 years ago

mehjabin-20180501134121.jpg

ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা মেহজাবিন চৌধুরী ও আফরান নিশো। বেশ কিছু নাটকে তাদের জুটি বেঁধে কাজ করতে দেখা গেছে। সম্প্রতি ‘নীরবতা’ নামের একটি নাটকে জুটি বেঁধেছেন। নাটকটি তৈরি করেছেন নির্মাতা ইমরাউল রাফাত।

‘নীরবতা’ নাটকটির গল্পটি দাঁড় করিয়েছেন নির্মাতা ও নাটকের শিল্পীরা। পরিচালক ইমরাউল রাফাত আশা করেন, এই নাটকে নিশো ও মেহজাবিনের অনবদ্য অভিনয় এবং নাটকের ভেতরের টানটান গল্প দর্শকদের মুগ্ধ করবে।

মেহজাবীন জানান, ‘বেশ চমৎকার একটি গল্প এই নাটকের। চরিত্রগুলোও সুন্দর। আর নিশো ভাইয়ের সঙ্গে কাজ করতে সবসময়ই আনন্দ পাই। আশা করছি এই নাটকটি দর্শকদের বিনোদিত করবে।’

পরিচালক জানান, আসছে ঈদে নাটকটি বাংলাভিশনে প্রচার হবে।