গত রবিবার অলিম্পক মার্সেই এর বিপক্ষে ম্যাচে ডান পায়ের গোড়ালিতে মারাত্মক ভাবে চোট পান ব্রাজিলিয়ান সুপার স্টার ও পিএসজির নাম্বার ওয়ান ফরোয়ার্ড নেইমার। এই চোট পাওয়ার পরেই ব্রাজিল জাতীয় ফুটবল দলের ডাক্তার রদ্রিগো লাসমার নেইমার কে নিবির ভাবে পরীক্ষা নিরীক্ষা করে। এই চোট গুরুতর হওয়ায় তার কাধেই নেইমারের অপরেশনের দায়িত্ব পরে। পরীক্ষা শেষে তিনি জানান যে তিনি যেমনটি ভেবেছিলেন চোট তার চেয়েও গুরুতর। এর ফলে নেইমার কে তিন মাস পূর্ন বিশ্রামে যেতে হবে। যার কারনে তিনি আর এই মৌসুমে কোন খেলাই আর খেলতে পারবেন না। এই সংবাদটি নেইমার ভক্ত ও পিএসজির সমর্থকদের জন্য অনেক বড় দুঃসংবাদ।
nice post
ধন্যবাদ ভাই, বাংলায় লেখা শুরু করেন।
This post has received a 0.52 % upvote from @drotto thanks to: @sanjayshil2018.
This post has received a 0.92 % upvote from @speedvoter thanks to: @sanjayshil2018.
This post has received a 0.95 % upvote from @booster thanks to: @sanjayshil2018.