You are viewing a single comment's thread from:

RE: আমাদের গ্রাম বাংলা অপরুপ দৃশ্য।

in #ourbd6 years ago

Wow..রূপের বৈচিত্র্য নিয়ে এদেশে প্রতি দু’মাস পরপর আসে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত ঋতু। ঋতু বৈচিত্র্যে এদেশ কখনো আলো ঝলমল, কখনো অঝোর ধারা বৃষ্টিতে ঝাপসা দূরের মাঠ, আবার কখনো স্বচ্ছ আকাশ থেকে ঝরে পড়ে রূপালি জোসনা। অপরূপ প্রকৃতির এদেশকে তাই বলা হয়ে থাকে রূপসী বাংলা।

Sort:  

রূপে অপরূপ, সম্পদে অতুলনীয় আমাদের দেশ বাংলাদেশ। এই সুন্দর দেশে জন্ম নিয়ে আমরা গৌরব বোধ করি। এই দেশকে আমরা জীবনের চেয়েও বেশি ভালবাসি।