Life sea(poem)

in #partiko7 years ago (edited)

জীবন সমুদ্র

        নাজলী সুলতানা 

ভেসে ভেসে যাই আমি কোন দুরে
জীবন সমুদ্রে
ভাগ্যের নৌকায় চড়ে
হাল নাই পাল নাই ভেসে যাই স্রোতে
কোন মাঝি সে
জানিনা কোথায় ভিড়াবে আমারে কোন কিনারে ।

ভেসে বেড়াই জীবন সমুদ্রে
ভাগ্যের নৌকায় চড়ে
মাঝে মাঝে ঝড় আসে ঢেউ আসে
কে যেন ভাসায় ডুবায় এই আমাকে ।

যদি খুঁজে পেতাম নৌকার মাঝিকে
আমার আনন্দ বেদনা হাসি কান্নার কথা
বলতাম তাকে ।

ভাগ্যের নৌকায় চড়ে
ভেসে ভেসে যাই আমি কোন দুরে
জীবন সমুদ্রে ।

সোমবার , ১৯ সেপ্টেম্বর ২০১৭ ।

Posted using Partiko Android

Sort:  

Nice poem

ধন্যবাদ

Posted using Partiko Android