এই শহরের বুকে জেগে রয়
কত নিত্যনতুন গল্প।
সবে ছুটছে দিবারাত্রি
সেসব পড়ার সময় অল্প।
কোটি বিচিত্র মনে ঘুরেফিরে
বাহারি রঙের বায়না,
নতুনের রঙ গেলেই খসে
কেউ আর ফিরে চায় না।
Posted using Partiko Android
এই শহরের বুকে জেগে রয়
কত নিত্যনতুন গল্প।
সবে ছুটছে দিবারাত্রি
সেসব পড়ার সময় অল্প।
কোটি বিচিত্র মনে ঘুরেফিরে
বাহারি রঙের বায়না,
নতুনের রঙ গেলেই খসে
কেউ আর ফিরে চায় না।
Posted using Partiko Android
Vastly magical, friend.