asus

in #phone7 years ago

আসুস আনল গেমিং স্মার্টফোন ‘আরওজি’ -

৪০০০ এমএএইচ ব্যাটারির এই ফোনের পাশে দেওয়া হয়েছে টাইপ সি পোর্ট।

তাইওয়ানের প্রতিষ্ঠান আসুস তাদের নতুন হাই অ্যান্ড গেমিং স্মার্টফোনের ঘোষণা দিয়েছে। এই ফোনের নাম আসুস আরওজি ফোন বা ‘রিপাবলিক অফ গেমারস’ ফোন।

যেহেতু গেমিং ফোন তাই এই ফোনের এই চাপ নেওয়ার জন্য রয়েছে গেমকুল থ্রিডি ভ্যাপর-চ্যাম্বার কুলিং সিস্টেম। এ ছাড়াও গেমার কেন্দ্রিক ফোনের ডিজাইন, আল্ট্রাসনিক এয়ারট্রিগার টাচ সেন্সর, ডিসপ্লেতে আছে অ্যামোলেড ৬ ইঞ্চি নচযুক্ত ৯০ হার্জ রিফ্রেশরেট প্যানেল যা ১০৮ শতাংশ ডিসিআই-পি৩ কালার সমর্থন করে।

এই গেমিং ফোনের প্রসেসর রয়েছে ৩ গিগাহার্টজ গতির স্ন্যাপড্রাগন ৮৪৫ সঙ্গে থাকছে ১২৮ বা ৫১২ গিগাবাইট স্টোরেজ আর ৮ গিগাবাইট‌ র‌্যাম।

৪০০০ এমএএইচ ব্যাটারির এই ফোনের পাশে দেওয়া হয়েছে টাইপ সি পোর্ট। যার মাধ্যমে বেশ কিছু অ্যাক্সেসরিজ ব্যবহার করা যাবে।ডেস্কটপ হিসেবে মনিটর কিবোর্ড ও মাউসের সঙ্গে ব্যবহার করার জন্য থাকছে ডক ব্যবহারের সুবিধা।

সকল তথ্য প্রকাশ করলেও এই ফোনের দাম এখনো জানায়নি প্রতিষ্ঠানটি। image