চরভদ্রাসনে বেড়াতে এসে তরুণী ধর্ষণের শিকার

in #photo6 years ago

IMG_20180726_081011.jpg

()





ফরিদপুরের
চরভদ্রাসন উপজেলার হরিরামপুর ইউনিয়নের বিশাই মাতুব্বরের ডাঙ্গী গ্রামে এক তরুণীকে(১৯) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় তরুণীর বড় ভাই চরভদ্রাসন থানায় অভিযোগ দায়ের করেছেন।


এর আগে গত বৃহস্পতিবার (১৯ জুলাই) রাতে ফুপু বাড়ীতে বেড়াতে আসেন ঐ তরুণী। রাতে ঘরের বাইরে বের হলে দুর্বৃত্তরা তাকে জোর করে ধরে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ তার।


ভুক্তভোগী ওই তরুণীর সাথে কথা বলে জানা গেছে, ঘটনার দিন প্রচণ্ড গরম থাকায় তিনি ঘরের দরজা খুলে বাইরে আসেন। এ সময় হঠাৎ কেউ তার মুখে কাপড় চেপে জোরপূর্বক পার্শ্ববর্তী কাশবনে নিয়ে গিয়ে ধর্ষণ করে।


পরে অভিযুক্তকে তরুণী দেখে চিনতে পারেন। তিনি ফকির ডাঙ্গী গ্রামের মোহন শিকদারের ছেলে রানা(২৬)।


তরুণীর ফুপু বলেন, ঘটনার দিন আমি ও আমার ভাতিজি এক সাথে ঘুমিয়েছিলাম। আনুমানিক রাত তিনটার দিকে আমার ঘুম ভেঙে যায়। ভাতিজিকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকি। ঘণ্টাখানেক পর পরান ফকিরের ছেলে ইসমাইল ফকির(২৫) ভাতিজিকে বাড়ি পৌঁছে দিয়ে যায়।


ইসমাইল বলেন, ঐ রাতে আমি নদীতে দুয়ারী পেতে বাড়ী ফেরার সময় টর্চ লাইটের আলোতে মেয়েটিকে দেখতে পাই। আমার শব্দ পেয়ে একটি ছেলে দৌড়ে পালায়। পরে আমি মেয়েটিকে উদ্ধার করে ওর ফুপুর কাছে পৌঁছে দিয়ে আসি। শুনলাম আমাকে আসামি করা হয়েছে। এটা নিশ্চয়ই আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র।


চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রামপ্রসাদ ভক্ত বলেন, রানা ও ইসমাইলকে আসামি করে মঙ্গলবার সন্ধ্যায় মামলা করা হয়েছে। ওই তরুণীকে ডাক্তারী পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

Sort:  

Hi! I am a robot. I just upvoted you! I found similar content that readers might be interested in:
https://bodyspace.bodybuilding.com/