মরিয়ম বেগম পান খাচ্ছেন | এসময়টা তার দিনের মধ্যে একটা অমূল্য সময় বলা যায় | যে পরিমাণে পান খায়,তাতে যা মনেহয় মাসে ১০০০ টাকা খরচই হয় তার পানসামগ্রীর পিছনে | যদিও তার টাকার কোন চিন্তা নেই | দরজা ঠেলে অর্নবের উকি দেয়া মাথাটা দেখে একটু বিরক্তিস্বরে বললেন,কিছু চাও?
- আম্মা আমি কি ভিতরে আসব?
- বাইরে দাড়াইয়া কথা বলা আমার অপছন্দ,জানোনা?
অর্নব দরজাটা আগের মত চাপা দিয়ে এসে মায়ের পায়ে কয়েকবার সালাম করে হেসে দিল | - হাসো কেন,কি ঘটনা?
- আম্মা আমার একটা চাকরি হইছে,তবে ততটা সুবিধার না | যেকোন সময় ছেড়ে দিতে পারি |
- শুরুর আগেই ছাড়াছাড়ির কথা বলতেছ কেন,গাধা কোথাকার ! বাপের মত হইছ !
অর্নব হাসিটা এখনো থামায়নি,ভালই লাগছে হাসতে | - বোকা ছেলে,খালি হাসে | আমার এইপাশে পা উঠাইয়া ভালমত বস |কথামত অর্নব তাইই করল | মায়ের গা ঘেষে একটু আদুরে ভঙ্গিতে |
- পান খাবা আব্বা? নতুন এক মশলা আনাইছি,খুব মজা | দাড়াও একবার খাও,তাইলেই মজা বুঝবা | অর্নব কেবল মাথা দুলিয়ে চলেছে | ওর খুব জানতে ইচ্ছে করছে,কতদিন পর মা ওকে 'আব্বা' বলে ডেকেছে | ডাকটা শুনলেনা গলা কেমন ভার হয়ে আসে | অতি আবেগেই হয়ত |
- অর্নব,তোমার দু'ভাইদের খবর কি,তারা কেমন আছে?
- আম্মা আপনি সারাদিন বাসায় থেকে আমাকে এই প্রশ্ন করতেছেন কেন |
- তারা তো আমার সামনেই আসে না | চাকরি বাকরি,বউ পোলাপান নিয়ে ভারি ব্যস্ত | আমার কাছে আসার সময় কই? তুমিও কি বাসায় থাকো না?
- আগামী ৭ দিন মানে ১ সপ্তাহ ধরে আমি বাসায় আসি নাই | কারণ এইরকম বাজারের মত বাসায় থাকতে একদম ভাল্লাগেনা |
- ও,ভাল বলছ |
- আম্মা আমার টিউশনি আছে,গেলাম |
- পানটা খাবা না?
- জ্বি দেন,খেতে খেতে যাই |
শুধুমাত্র বসার ঘরটাই এত্ত সুন্দর করে কেউ সাজাতে পারে বিশ্বাস করাই কষ্টকর | বাব্বাহ্,এইনা হল বড়লোকি বাসা | টানা কয়েক মাসেও এই রুমের উপর একটুও বিস্ময় কমেনি অর্নবের | পড়াতে এলেই মনে ওলটপালট লেগে যায় রুমের প্রতিটা বস্তু দেখে | তবে টাশকি খাওয়া কথা হল,বড়লোক সাহেবের একমাত্র সন্তান এবং মেয়ে মানে তাশফি | এই মেয়ের কথাবার্তা,চালচলন তো পুরাই উল্টা |ক্লাস টেন পড়ুয়া এই মেয়ের সাথে চললে কে বুঝবে,এযে বিরাট রাজার একমাত্র রাজকন্যা | তবে অর্নবের অতটা টাশকি খেতে হয়নি | কারণটা ওর স্বভাবের | ওর খালি ঐ জড় চাকচিক্যের প্রতিই মনোযোগ অত্যধিক | চাকচিক্যের ভেতরের জীবদের নিয়ে কোন মাথাব্যথা নেই |
"স্যার বসে আছেন কেন,রুমে আসেন" তাশফির ডাকে ঘোর ভাঙল অর্নবের,হ্যা আসছি | তাশফিকে দেখে অর্নব এক নিরব ঝামেলায় পড়ে গেছে | ঝামেলার কথাটা তো আর সরাসরি বলা যাবেনা,চুপ করে থাকাই নিরাপদ | তাই একে নিরব ঝামেলাই আখ্যা দিয়ে ফেলল অর্নব | আজ হঠাৎ এরকম কেন হয়ে গেল কে জানে | আসোলেই চোখ সামাল দেয়ার মত কঠিন কাজ,পৃথিবীতে খুব কমই আছে | ধ্যত্তরি যত্তসব ! - স্যার আপনার কি কিছু হয়েছে? একটু চমকে অর্নব বলল,নাহ্ কি হবে? কিছু না | ইচ্ছেকৃত হাসিটা দিতে গিয়েই ভালই ধরা খেল বেচারা |
- স্যার মিথ্যা বলা মহাপাপ জানেন না? আচ্ছা,আমি বলি আপনার কি হয়েছে? - বল
- আমি আজ শাড়ি পড়েছি,আপনার প্রিয় রঙের | চোখে কাজল দিয়েছি খুব যত্ন করে,এটাও আপনার পছন্দমত | আর এতে আমাকে খুব সুন্দর লাগছে তাই আপনি চোখ নামাতে পারছেন না |অর্নবের মুখ মিডিয়াম হা হয়ে গেছে | এত নরম ভাবে চরম ধরা জীবনে এই ফাস্ট | ও খোদা,এইটা কি মেয়ে না মহিলা ফেরেশতা !
২.
হামিদ সাহেব রুমে ঘুরেঘুরে কথা বলছেন | একা একা,নিজের সাথে | যখন ভীষন একা মনেহয় এই পৃথিবীতে,তখনি তিনি এরকম করতে থাকেন | ফলাফল,তিনি একটু একাকিত্বের মাঝেও সান্ত্বনা খুজে পান | দরজায় খটখট শব্দ হতেই কথা থামিয়ে দিলেন | তিনি মোটামুটি অবাক আর কি | আমার কাছে কি কারো আসার কথা ছিল,কে আসবে? আরেকবার শব্দ হল,খট খট খট ! হামিদ সাহেব তড়িঘড়ি করে দরজার ছিটকিনি খুলে ফেললেন | - আব্বা কেমন আছেন? হামিদ সাহেব যেন বিশ্বাসই করতে পারছেন না অর্নব এসেছে |
- এতদিন পর বাপের কথা মনে হল তোর |অর্নব টুপ করে ঘরের মধ্যে ঢুকে একদম সটাং হয়ে শুয়ে পড়ল বিছানায় | খুব ঘুম পাচ্ছে ওর |
- কিরে বেটা অসুস্থ নাকি?
- নাহ্
- তবে শুয়ে পড়লি যে? আচ্ছা শুয়ে থাক,তোর জন্য লেবু চা করে নিয়ে আসি | আজ সকালে বাজার থেকে কিনেছি,একদম টাটকা লেবু | হামিদ সাহেবের ভীষন আনন্দ লাগছে | বাড়ি ছাড়ার পর একমাত্র এই ছোট ছেলেটাই তার খোজখবর রাখে | একদম ভালমত রাখে,কি লক্ষী একটা |চায়ের কাপে টানা দু'চুমুক দিয়ে অর্নব বলল,আব্বা আপনি না একা থেকে ভালই আছেন | আমিও আর থাকব না ভাবতেছি |
- তাইলে থাকবি কই?
- খালিদের বাসায় | কয়েকদিন ধরে তো ওর বাসাতেই আছি | আমার বন্ধুরা তো আর আমার মত বোকা না আব্বা | ওরা সবাই যে যার মত টাকা পয়সা কামিয়ে একদম পেটফোলা বড়লোক |
- বাদ দে ! তুই যেমন আছিস খুব ভাল আছিস | সততাই সবকিছুর আগে |তারপরের কয়েকমিনিট কেটে গেল অস্বাভাবিক নিরবতায় | হামিদ সাহেব গভীর মনোযোগে ছেলেকে দেখছেন | চেহারায় কার যেন ছায়া আছে | কার হতে পারে? মরিয়মের নাকি ওর দাদির? যার মতই হোক,অর্নবটা দেখতে খুব সুন্দর হয়েছে | দেখলেই সুপুরুষত্বের তৃপ্তি এসে যায় |
৩.
বসার ঘরে চোখ পড়তেই ভ্রু কুচকে গেল অর্নবের | আজ রাতে চাদঁ এর বদলে সূর্য উঠবে নাকি | ভাই-ভাবি,পোলাপান দেখি সব একখানে | মেজভাবি ওকে দেখা মাত্রই শুরু করে দিল সুপরিচিত ঘ্যানানি,এইযে টো টো বাবাজি বাইরে বাইরে কি কর সারাদিন? মদ জুয়া আর কত ! অর্নব খেপলো না,একদমই না | একটুতেই খেপার পাত্র ও নয়,বরং কেমন মজা লাগছে | - তোমার আম্মাজানকে পাওয়া যাচ্ছে না দুপুর থেকে | - হয়ত বাজারে গেছে আপকামিং পান মশলার খোজ করতে | এসে পড়বে সময়মত |
- তা হলে তো হতই,কিন্তু চিঠি লিখে গেছে একটা !
- কি লিখছে? আমি বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি,আর আসব না | এই টাইপের?
- হুম
-ও,তবে আমার এসে তো কোন কাজ হল না | আম্মার কাছেই আসছিলাম,পান খেতে | হরেক মশলা দিয়ে পান,খুব খেতে ইচ্ছে করছিল | থাক,যাই |মেজভাবি রাগে কটমট করছেন,যতসব আহাম্মকের পাল্লায় পড়েছি আমি ! বাড়ির সবগুলা একেকটা আস্ত আহাম্মক !
সোফার একপাশে গুটিসুটি মেরে বসে থাকা অর্নবকে দেখছে তাশফি,অনেকক্ষন ধরে | অর্নব মাথা নামিয়ে আছে, তাশফিকে দেখতে পায়নি | তাশফির খুব,একদম ভীষনভাবে ইচ্ছে করছে এই বোকাসোকা চেহারার ছেলেটাকে অনেক আদর করতে,ইচ্ছেমত |হঠাৎ এরকম ইচ্ছে হওয়ার কারণটা ও নিজেই জানেনা,অত জানতে ইচ্ছেও হয় না |সামনে দাড়িয়ে থাকা তাশফিকে দেখে একটু ঘাবড়ে অর্নব বলল,শাড়িটা এখনো পড়ে আছো? - হুম কেন,খুব বেশি সুন্দর লাগছে?
- তোমার আব্বু কোথায়?
- আব্বু আসবে কোথ্থেকে,আব্বু তো বিদেশ |
- ওহ সরি,ভুল হয়ে গেছে | ইয়ে মানে আম্মু...
- আমার বড়খালা আজ হসপিটাল থেকে রিলিজ পেয়েছে তো তাই অফিস শেষে আম্মু তার বাসায় গেছে | আজ রাতে ফিরবে না বলেছে |
- তারমানে পুরা বাড়িতে তুমি একা?
- হুম | না না,কাজের মেয়েটা আছে তো |
- ভালই হয়েছে,বেশি লজ্জা পেতে হবে না |
- বিড়বিড় করে কি বলছেন স্যার?
- তাশফি আমি দু'প্লেট ভাত খাব | বাসায় আম্মা নেই তো তাই খেতে পারিনি....আর আমার ঐ বন্ধুর বাসায় গিয়ে দেখি তালা মারা | কোথায় গেছে কে জানে | দিতে পারবে,খুব খিদে লেগেছে জানো |
- এক্ষুনি আনছি |
এক দৌড়ে রান্নাঘরে এসে পড়ল তাশফি | আর এক সেকেন্ড ওখানে থাকলে,স্যার চোখের পানি দেখে ফেলত | একটা মানুষ এত সরল হয় কি করে? অতিরিক্ত মায়ায় পড়লেও যে চোখে পানি এসে ভরে যায়,তা আজ প্রথম জানলো মেয়েটা | রাস্তাটা এখনি কেমন খালি হয়ে গেছে | মানুষজন তেমন একটা নেই,আর কয়েকটা রিকশার এদিক ওদিক ছুটে চলা | পিচঢালা পথটায় মানুষ,রিকশা সবকিছুর ছায়া পড়ছে | জোছনা দিয়ে গড়া একেকটা ছায়া | আকাশে যে আজ বিশাল একটা চাদঁ,তাইতো এত জোছনা ! সেসব ছায়ার উপর নিশ্চুপ হেটে চলেছে একটা বোকাসোকা চেহারার ছেলে | ছেলেটানা একটু একটু করে ঘামছে | কারণ পাশে থাকা শাড়ি পড়া মেয়েটা তার একটা হাত শক্ত মুঠোতে ধরে আছে | যে মুঠো থেকেই ডানা ঝাপটাচ্ছে শুভ্র এক মায়াপাখি
Maryam is eating a drink This time it can be called an invaluable time in his day The amount of drinks, the amount of which is spent 1000 rupees in the month, behind the drinking water table Although there is no worry about his money Arnab knocked on the door, looking at the head of a little bitterly said, want something?! [P_20170625_081803.jpg] ()
- Amma, will I come in?
I hate to talk outside, do not know?
Arnab's door came under the pressure and smiled a few times on his mother's feet - Laugh, what events?! [P_20170625_081917.jpg] (
)
- Amma has a job, but not so much I can leave at any time
- Before the start of the talks, why are the donkey! You're like a father!
Arnab has not stopped yet, it looks good to laugh - Fooled boy, laughing empty Sit on my side and sit well, as Arnab has said A little love for a mother
- Eat drink baby? I've got a new spice, very fun Wait a while, and then understand the fun Arnab is just pushing the head He wants to know more about how long after the mother called him 'dad' How to hear the call of the throat comes in hand May be very emotionally. |
Arnab, what's the news about your two brothers, how are they? - Amma, why do you ask me this question all day long?
They do not come in front of me Job Bakery, wife is very busy with Polapran Where are you coming to me? Do not you stay at home? - For the next 7 days I have not come home for 1 week Because it is a market like this
- Hey, good
- Amma is my tuition, I went
- Do not eat rice?
- Yes, give it to eat
It is difficult to believe that only the bedroom can be arranged by such a nice house Babu, this is the great house Arnab did not even wonder about this room in a few months If you want to study, you can see every object in the room But to eat the tortoise is the only child of the child and the daughter of Tashafi Talking about this girl, if you go with the girl after studying class ten, who will understand, this is the only princess of the great king. But Arnab did not have to sweat so much Because of his nature Focusing attention on her incompetent glamor There is no problem with the inner organisms of glazing
"Sir, why are you sitting in the room," Tashfi's call to Arnab, Arnab, will come. Arnab has been in a silent trouble after seeing Tashifi It can not be said directly to the problem, it is safe to keep quiet So he called it a silent problem, Arnab Who knows why this happened suddenly It is hard work to handle eyes, there are few in the world Wow! - Sir, did you have anything? Arnab said a little surprise, what would happen? Nothing. | Better to catch a well-intentioned smile
Sir, do not know the mistake of lying? Well, I say what happened to you? - Force - I have read saris today, your favorite color I have taken care of my eyes, I liked it And I look beautiful in it so you can not see the eyes. Arnab's face is in the middle This fast in life is so softly captured And God, this is not the girl, the angel of death! [P_20180412_183255.jpg] (
)
Hamid is chatting in the room Alone, with myself. | When he is very alone in this world, he does so The result, he found comfort in the slightest loneliness The door stopped talking to the dash He is not surprised at all. | Someone was coming to me, who would come? Another word is a sutra! Hamid soon opened the door and opened the door
- How are you father? Arnab has not come to believe Hamid Sahib
After so long, you think of your father, Arnab was sitting in the house and lying on the bed lying on the floor. He's sleeping too much - Is Beta sick or not?
- Nah
- Is that lying down? Well, lie down, bring lemon tea for you I bought this morning from the market, absolutely fresh lemons Hamid is very happy Only after leaving home, this little boy keeps his excuses Aranyab said, "You are not good enough to live alone." I'm not even thinking about it
- Where do you stay?
- In Khalid's house I have been in his house for a few days My friends are not fools like me All of them are like the rich stomach rich in wealth
- Get out! You are very good as you are Honestly before all things, then a few minutes passed by the unusual silence Hamid looks at the boy with a deep focus Who has the shadow in appearance? Who could be? Mary or her grandmother? Whatever the case, Arnabata is very nice to see Seeing satisfaction comes the satisfaction
Arnab was crushed by the eye in the sitting room Tonight should Sun rise instead of Chad? | Brother-Bhabhi, see Pulapana all together I started looking at him only as well as the familiar Ghanni, so how to do outside the boss doing all day? How much alcohol is gambling! Arnab is not kapalo, not at all It's not like a khapar pot, but it's so much fun Your ammazan is not available from noon 3.! [P_20180301_182628.jpg] ()
- Maybe go to the market to get upcumming Come on time. |
If it was killed, but wrote a letter! - What are you writing? I leave home and go forever, and I will not come This type of?
- Hmm
But I did not have any work I was coming to Amma, to drink Drink some spices, wishing to eat too much Stay there, go. Mejwabi is raging in anger; All of the house are completely idiot!
On the other side of the sofa, Arnab is sitting on the other side, watching Tashfi for a long time. Arnab has dropped down, Tashifi could not see Tashfi is very, very fondly, to make the boy of this bokasoka look very cordially, as if he did not know the reason for such a desire, nor did he want to know it. Arnab said, looking at Tashifi standing in front, Sari is still lying? - Why are you feeling so beautiful?
- Where's your father?
- Where does the father come from?
Oh, sorry, it's gone Yeh means mamu ... - My eldest son has got a release from the hospital today, so at the end of the office, Mom went to his house Do not come back tonight
You're alone in the whole house? - Hmm. | No, the job girl is there
- Well done, no more shame
- What are you saying by mutter sir?
- Tashifi I will eat two plate rice I do not have a mother at home, so I could not eat ... and I went to my friend's house and locked it Who knows where? You can give it, you are very hungry
Tashfi came to the kitchen in one run If one second was there, then Sir could see the tears What is a man so simple? Even though the maya is full of water, the first thing to know is that the girl How the road is empty now People are not so much, and some rickshaws run on the other side People on the road, picnic, rickshaw is covering everything Each shadow fabricated with a pair Today in the sky that is a big chad, so very much! There is a silly face on the shadow of a bokasoka face The sonata is a bit sweaty Because the girl sitting next to her is holding her hand firmly in hand The wings of the wings are whispering to the wings of the white oneGet it right now! [P_20180322_150507.jpg] ()
It's great to have your photography and wonderful writing of these networks