নামাজকে বল না কাজ আছে।
কাজকে বল আমার নামাজ আছে।
নামাজ বিহিন পরপাড়ে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে।
ফযর কাঠে ঘুমের ঘরে।
যুহর কাজে কাজে।
আসর কাঠে খেলায় দোলায়।
মাগরিব মাঝে মাঝে।
এশার সময় হয়ে এলে তাক মিছে দুনিয়ার পিছে।
নামাজকে বল না আমার কাজ আছে।
কাজকে বল আমার নামাজ আছে।