১৫১ বলে ৪৯০ রান, এও কি সম্ভব!

in #photography7 years ago

abde03e746fd404a0c6daf64d0fb224d.png
শনিবার সেদেশের ক্লাব ক্রিকেটের একটি ম্যাচ খেলতে নেমে একাই করেছেন ৪৯০ রান৷তা-ও আবার মাত্র ১৫১ বলে৷ এই রান করতে ৫৭টি ছয় ও ২৭টি চার মেরেছেন শেন৷ ৫০ ওভারের ম্যাচে মাত্র দেড়শো বল খেলে শেনের এই পারফরম্যান্স কার্যত গোটা বিশ্বের ক্রিকেট বিশেষজ্ঞদের চোখ কপালে তুলে দিয়েছে৷ প্রত্যেকেই বিস্মিত এই তরুণকে ঘিরে৷ সীমিত ওভারের ম্যাচে তিনি কীভাবে এই রান করে ফেললেন, তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা৷ তাঁর এই বিস্ময় প্রতিভা আগামিদিনে প্রোটিয়াসদের আরও কাজে লাগবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷ যদিও এখনও পর্যন্ত ওই তরুণ দক্ষিণ আফ্রিকার কোনও আঞ্চলিক দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলার সুযোগ পাননি৷ তবে এদিনের পারফরম্যান্স যে ‘বার্থডে বয়’ শেন ড্যাডসওয়েলের জন্য সেই দরজা খুলে দেবে, তা নিঃসন্দেহে বলা যেতেই পারে৷

যদিও এখনও পর্যন্ত শেনের রেকর্ড দেখে অনেকে সন্দেহ প্রকাশ করছেন৷ এই পারফরম্যান্স নেহাতই ‘ওয়ান ডে ওয়ান্ডার’ বলেও মন্তব্য করছেন বিশেষজ্ঞদের কেউ কেউ৷ কারণ, ক্লাব ক্রিকেটে নিয়মিত খেললেও এখনও পর্যন্ত তাঁর চোখে পড়ার মতো পারফরম্যান্স কিছু ছিল না৷ সর্বোচ্চ রান ছিল মাত্র ৪২৷ ফলে আগামিদিনে তাঁর পারফরম্যান্স কতটা ভাল হয়, তার উপর অনেক কিছু নির্ভর করছে৷

Sort:  

It's cricket.......

hote pare

vai ami vote dilam apni ki amake dieasen ? please rat 6:00 ta theke 10 tar modday post korte admin rihhan vai bolse, tahola sobai vote and post korte sobidha hobe. please don't mind. My link https://steemit.com/@habib1978