অ্যাকুরিয়াম জলচর প্রাণী তথা মাছ সংরক্ষণ করার বিশেষ ধরনের জায়গা হিসেবে পরিচিত। এছাড়াও, যে-সকল প্রাণী জলে বসবাস করে সেগুলোও এ জায়গায় শৌখিন মানুষ কর্তৃক শখের বশবর্তী হয়ে সংরক্ষিত হয়ে থাকে। প্রতিদিনের রক্ষণাবেক্ষণের মধ্যে রয়েছে মাছের চাপ এবং রোগের লক্ষণ পরীক্ষা করা। এছাড়াও, অ্যাকোয়ারিস্টদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে জলের গুণমান ভালো, এটি মেঘলা বা ফেনাযুক্ত নয় এবং জলের তাপমাত্রা অ্যাকোয়ারিয়ামে বসবাসকারী নির্দিষ্ট প্রজাতির মাছের জন্য উপযুক্ত।