রেনডম ফটোগ্রাফি

in #photography5 months ago
IMG_20240702_173418.jpg

ধতরা গাছ

প্রথমে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো ধুতরা গাছের সাথে, ইতিপূর্বে আপনারা এই গাছের সাথে অবগত আছেন, কারণ পূর্বে আমি এই ধুতরা গাছ নিয়ে একটি ফটোগ্রাফি পোস্ট করেছিলাম। এই ধুতরা গাছের ফুল সারা বছর দেখা যায় না। বর্ষাকালে এই ফুল সবচাইতে বেশি ফুটে থাকে আর ফুল থেকেই ফল হয়ে থাকে। আপনারা হয়তো জানেন এই ধুতরা গাছের অনেক উপকারিতা রয়েছে শুধু যে উপকারিতা রয়েছে তা কিন্তু নয়, এর মারাত্মক অপকারিতা রয়েছে। আপনারা জানলে অবাক হতে পারেন এই ধুতরা গাছের পাতা খেলে মানুষের মাথার স্মৃতি এলোমেলো হয়ে যায় এমনটা শুনেছিলাম অনেকের কাছে। আমাদের বাসার কাছেই এই ধুতরা গাছ রয়েছে অনেক দূর-দূরান্ত থেকে অনেকেই আসে এই ধুতরা গাছের পাতাও ফল নিতে।

IMG_20240702_180442.jpg

আদা‌ গাছ

এরপর পরিচয় করিয়ে দেবো আমাদের বাসায় থাকা আদা গাছের সাথে। ভাইয়া বাসায় আসার পর থেকে অনেক কিছুই বাসার রোপন করে থাকে। ভাইয়ার উদ্যোগে প্রায় ৩০ ৪০ টা বস্তায় এরকম আদা রোপন করা হয়েছে। বৃষ্টি হওয়ার ফলে আদারগাছগুলো একদম সতেজ মনে হচ্ছে। যতই বৃষ্টি হোক না কেন, এই গাছের তেমন ক্ষতি হয় না প্রতিনিয়ত বড় হতে থাকে।

IMG_20240702_173508.jpg

হলুদ গাছ

বাসায় শুধু আদা গাছ রোপন করা হয়েছে এমনটা না, আদার পাশাপাশি হলুদ গাছও লাগানো হয়েছে আর হলুদ গাছগুলো এখন বড় হয়েছে। কিছু কিছু গাছ রয়েছে যেগুলো বৃষ্টি যতই হোক না কেন তাদের তেমন ক্ষতি হয় না। প্রতিনিয়ত তারা বড় হতে থাকে আর দেখতে সুন্দর দেখায়।

IMG_20240702_173450.jpg

পেঁপে গাছ

এখন আপনাদের সুপরিচিত পেঁপে গাছের কথা বলবো, বাসায় এরকম অনেক পেঁপে গাছ এমনিতেই হয়েছে। আর এই গাছগুলো আমরা এখন উঠিয়ে বিভিন্ন স্থানে লাগাচ্ছি কারণ এক জায়গায় অনেকগুলো থাকলে ফলন হবে না আর ফলন ভালো করার জন্য এই প্রক্রিয়া।

IMG_20240702_180532.jpg

জাম্বুরা গাছ

এছাড়াও আমাদের বাসায় জাম্বুরা গাছ রয়েছে যা আপনারা ইতিমধ্যেই জানেন। দুর্ভাগ্যশত কিছুদিন আগে বাতাসের কারণে একটি ডাল ভেঙ্গে যায়, যার ফলে অনেকগুলো জাম্বুরার ক্ষতি হয়। আর এই জাম্বোরা গুলো এখনো খাওয়ার উপযোগী হয়নি তার জন্য খারাপ লেগেছিল।

IMG_20240702_180511.jpg

পেয়ারা গাছ

আমাদের বাসায় সারা বছর পাওয়া যায় এমন একটি পেয়ারা গাছ রয়েছে দুর্ভাগ্যশত এ বছর পেয়ারা সারা বছর আসেনি। আর এই গাছের পেয়ারা অনেক সুস্বাদু হয়ে থাকে। আর এখন পেয়ারা এসেছে, এত পরিমাণ ধরেছে যে দেখেই ভালো লাগে। যদি কোন সমস্যা না হয় সৃষ্টিকর্তার রহমতে এবারের পেয়ারা অনেক সুস্বাদু হবে।

IMG_20240702_173227.jpg

কলা গাছ

সবার শেষে আপনাদের মাঝে কলা গাছের ফটোগ্রাফি শেয়ার করবো। আমাদের পুকুর পাড়ে এই কলা গাছগুলো লাগানো হয়েছে। অনেকগুলো গাছ ফল দিয়েছে আর এইগুলো এখনো দেয়নি। আশাকরি খুব শীঘ্রই ফল দেওয়া শুরু করবে।

তো বন্ধুরা আজকের মত এখানে বিদায় নিচ্ছি, আবারো দেখা হবে অন্য কোন পোস্টে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।