ডায়ান্থাস বা চায়না পিংক

in #photography10 months ago

20230905_175241.jpg

আসসালামুআলাইকুম, হ্যাল্লো ফটোগ্রাফি লাভারস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ডায়ান্থাস নামের এক প্রজাতির ফুল নিয়ে। ফুল পছন্দ করে না এমন মানুষ পাওয়া দুষ্কর। সবাই কমবেশি ফুল পছন্দ করেই থাকে। পছন্দ ভেদে এক একজনের পছন্দ এক এক রকম হতে পারে করো। তবে ফুলের সুন্দর্য সবাইকেই বিমোহিত করে। আমাদের আশেপাশে কত কত প্রজাতির ফুল রয়েছে তারমধ্যে আমরা গুটিকয়েক ফুল সম্পর্কে জানি বা চিনি। এমন অনেক ফুল রয়েছে যেগুলো আমরা প্রতিনিয়ত দেখি কিন্তু এর বেশিরভাগ ফুলের নাম আমরা জানি না।

20230905_175325.jpg

20230905_175230.jpg

বেশ কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চলতে ফিরতে নজর পড়লো সদ্য ফোটা ছোট ছোট এই রঙিন ফুলগুলো। খুব অল্পতেই আমার মন কেড়ে নিলো এই ফুলের সুন্দর্য। তাইতো আর দেরি না করে মুঠোফোন দিয়ে স্থিরচিত্র করে রেখে দিলাম, সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। এই ফুল গুলো সম্পর্কে আমিও তমন একটা জানতাম না। তাই একটু গুগল রিসার্চ করে যেটুকু জানতে পারলাম সেটাই আপনাদের জানাবো আজকের এই ব্লগে। আশাকরি আপনাদের ভালো লাগবে।

20230905_175219.jpg

20230905_175205.jpg

20230905_175306.jpg

ডায়ান্থাস প্রজাতির এই ফুল গাছটি সাধারণত চায়না পিংক নামেই বেশি পরিচিত। আমাদের দেশে সাধারত শীতকালেই এই ফুল ফুটতে দেখা যায়। ডায়ান্থাস নামের এই ফুলটি সাদা, গোলাপী ও লাল রঙের হয়ে থাকে। এই ফুলটি চীন, কোরিয়া ও মঙ্গোলিয়াতে বেশি পাওয়া যায়।( সংগ্রহীত) বাংলাদেশে ও এখন এই ফুলটি অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠছে। সবার পছন্দের তালিকায় নাম লিখে নিয়েছে খুব সহজেই। শখের ছাদ বাগান, বেলকুনিতে, বিভিন্ন প্রতিষ্ঠানের সুন্দর্যো বর্ধক হিসেবে এই ফুল গাছটি অনেক বেশি জনপ্রিয়। ফুল গাছের সুন্দর্যই হচ্ছে এই ফুল ফোঁটাতে, গেছে যতদিন ফুল থাকে ততদিন তার সূন্দর্য বজায় থাকে।

20230905_175223.jpg