দীর্ঘ প্রতীক্ষার পর সিলেটের গোয়াইনঘাট উপজেলার পিয়াইন নদীর উপর জাফলং সেতুর উদ্বোধন হয়েছে!
যার ফলে সিলেট থেকে জাফলংয়ের দূরত্ব প্রায় ১৮ কি.মি. কমে গেছে। এছাড়া জাফলংয়ের সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হলো পর্যটনকেন্দ্র বিছানাকান্দি, রাতারগুল ও পাংথুমাইয়ের। সেতুটি নির্মিত হওয়ায় এখন পর্যটকরা একই দিনে জাফলং, বিছানাকান্দি, রাতারগুল ও পাংথুমাই বেড়ানোর সুযোগ পাবেন।
[ সিলেটের পর্যটন স্পটগুলাতে বর্ষা মৌসুমে পর্যটকের সংখ্যা প্রচুর বেড়ে যায়, তাই সবাই পরিবেশের যাতে কোনো বিপর্যয় না ঘটে সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। ]