ফুলকে ভালোবাসে ফুলের ছবি তুললাম

in #photography2 years ago

"বিসমিল্লাহির রাহমানির রাহিম"
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

ফুলকে ভালোবাসো না এমন কোন মানুষ নেই। ফুল একটি ভালবাসার পথিক। ফুল দিয়ে মানুষ তাদের মনের ভালোবাসা প্রকাশ করে এবং ভালবাসার মানুষকেই ফুল বিতরণ করে। এবং সম্মানী ব্যক্তিদের কেউ ফুল দিয়ে বরণ করা হয়।

ফুল একটি পবিত্র জিনিস তাই কোন মানুষের চরিত্র নিয়ে কথা বলতে গেলে বলা হয় তার চরিত্র ফুলের মত পবিত্র।

image.png

তাই বন্ধুরা আজ আমি কিছু ফুলের ফটোগ্রাফি করেছি যা রাস্তার ধারে একটি গার্ডেনে লাগানো হয়েছে গার্ডেন এর পিছনে হলো একটি স্কুল। একটি স্কুলের সামনে এই ফুল গাছগুলো লাগানো হয়েছে স্কুলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য।

image.png

আমিও আমার ভাগিনা আজকে বিকেলে হাতে বেরিয়েছি হাঁটার পথে দেখতে পারলাম রাস্তার ডানপাশের কিছু ফুল গাছ লাগানো হয়েছে। আমি এমনিতে একজন ফুল প্রিয় মানুষ তাই নিজের লোভ সামলাতে না পেরে ফুলগুলো ছবি তুলে নিলাম। এবং এই ফুলের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি।

image.png

ফুল শুধু সৌন্দর্যই নয় এর অনেক গুণ রয়েছে যেমন ফুল দিয়ে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হয় এবং অনেক রোগের উপশম্য পাওয়া যায়। তাছাড়া ফুলের সুগন্ধি দিয়ে বিভিন্ন ধরনের আতর পারফিউম প্রসাধনী তৈরি করা হয়।বিশ্বের অনেক দেশে ফুল বাণিজ্যিকভাবে চাষ করা হয়।

image.png

আপনি যখনই কোন ক্লান্তি অনুভব করবেন একটিবার যে কোন একটি ফুলের বাগানে গিয়ে কিছুক্ষণ সময় কাটাবেন দেখবেন আপনার সকল ক্লান্তি দূর হয়ে যাবে। ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করে আর এই মধু আমাদের শরীরের জন্য কতটা উপকারী তা বলার রাখে না আমরা সবাই সেটাই জানি।

image.png

চলুন আমরা সবাই ফুল গাছ লাগাই এবং ফুলের যত্ন নেই।

তো বন্ধুরা আজ এই পর্যন্তই আশা করি আজকের ফুলের ছবিগুলো আপনাদের কাছে ভালো লাগবে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি আপনার মূল্যবান সময় দিয়ে পড়ার জন্য।