হ্যালো ফ্রেন্ডস আমি এবং আমার অতি আদরের ছোট ছেলে মিহাদ আমার ছেলে অনেক দুষ্ট আমার ছেলে আমার সাথে অনেক দুষ্টামি করতো তাই আমি ঐ সৃতি গুলির কথা আজও মনে পড়ে যাই আমি আমার ছেলের দুষ্টামি গুলি ভুলতে পারিনা আজ আমি আমার ছেলের থেকে অনেক দূরে তাই আমি আমার ছেলেকে কিছুই দিতে পারিনা এদানিং আমার ছেলে আমার কাছে একটা জিনিস চাইছে আমি আমার ছেলে কে দিতে পারিনি তাই আমার ছেলে আমার সাথে রাগ করে আছে যে আমার সাথে কথা বলবে না আমি যদি video তে কল করে বলি কথা বলার জন্য তখন সে বলে প্রথমে আমার জিনিস দাওয় তারপর তোমার সাথে কথা বলব তা না হলে কথা বলব না এখন আপনেরা ই বলুন আমি এখন কী করিব আমার সাথে আমার ছেলে কথা বলে না তাই আমি আমার ছেলের কথা সবসময় মনে পড়ে যায় আমি আমার ছেলের কথা ভুলতে পারিনা । আমি আশা করি আমার পোষ্টা সবাই পছন্দ করবেন , সবাই কে আমার তরফ থেকে অনেক ধন্য বাদ ।
Sort: Trending