বরিশাল ট বরগুনা যাওয়ার ঘটনা:

in #photographylast year

" বিসমিল্লাহির রাহমানির রাহিম "

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই মহান সৃষ্টিকর্তা দয়ায় ভালো আছেন।

আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কালকে আমি বরিশাল থেকে বরগুনা আসছি।আর আমার আসার পথে কি কি করলাম তা আপনাদের সাথে শেয়ার করবো।

InShot_20230731_170607790.jpg

Edited by in shot

বন্ধুরা আমি কালকে সকালে বাসা থেকে বরগুনা যাওয়ার জন্য রওনা দি। আর আমি বাসা থেকে একটি অটো করে প্রমমে রুপাতলী আসি। আর রুপাতলী এসে বাসের টিকিট কাটি।আর আমাদের বাসা থেকে বের হতে একটু সময় বেশি হয়ে যায় 1.30। তাই আমাদের বাস এর টিকিট কেটে আমি বাস এর ভিতরে গিয়ে দেখি বাস সম্পূর্ণ খালি।তাই আমি আবার বাহিরে চলে আসি।আর বাস এর ভিতরে এতো গরম ছিলো যার জন্য সেখানে বসার মতো পরিস্থিতি ছিলো না।

IMG_20230729_125137-01.jpeg

আমি বাহিরে এসে বসি। বসার পরে আমার চোখ পরে পেয়ারা মাখানোর উপরে।আর আমি তাই সেখানে গিয়ে 20 টাকার পেয়ারা মাখানো নিয়ে এসে বসে পরি। তার পরে খাওয়া শুরু করি খাওয়ার পরে আমার অনেক জাল লাগে আর তাই আমি যেখানে বসে ছিলাম তার পশে অনেক দোকান আছে তাই আমি সেখান থেকে আমি একটা ঠান্ডা পানি বোতল নি। পানির বোতল এর মূল্য ছিলো 15 টাকা।

IMG_20230729_125122-01.jpeg

আমি এই সব খাওয়ার পরে একটু সামনে দিকে যাওয়ার পরে দেখে বসার জন্য একটি টেবিল বানানো আর সেখানে অসংখ্য মানুষ বসে আছে। আর আমি গিয়ে তাদের একটা ছবি তুলে নি। আর আমি ও তারপরে ওইখানে বসে পরি।

IMG_20230729_125035-01.jpeg

অনেক সময় বসার পরে আমার মাথায় আসে যে আমি যে বাস এর টিকিট কাটলাম সেই বাস এর নাম টা তো আমি দেখলাম না।তাই আমি ওখান থেকে উঠে বাস এর সামনে চলে আসি আর এসে একটা ফটো তুলে নি।‌‌

IMG_20230729_125233-01.jpeg

আর আমার এই সব করতে করতে বাস অনেক লোক বাস এ এসে বসে যায়। আর তারপরে আমি ও বাস এ উঠে বসে পরি‌।আর বসে দেখি তেমন বেশি মানুষ নাই। দুপুর টাইম তো তাই মানুষ খুবই কম।তার এই সব করতে করতে বাস ছাড়ার সময় হয়ে যায়। আর আমি বাস এর ভিতরে একটি ছবি তুলে নি।

IMG_20230729_135943-01.jpeg

আর আমাদের বাস টি ছেড়ে দেয়।তারপরে আমি বাস এর ভিতরে বসে বসে বাহিরে দিকে তাকিয়ে বাহিরে সৌন্দর্য উপভোগ করতে থাকি। কিন্তু আমার মাথায় ছিলো না যে আমার আপনাদের সাথে শেয়ার করতে হবে।তাই আবার আমার ফোন টি বের করে বাহিরে দিকে ক্যামেরা নিয়ে বাহিরে গাছ পালার কিছু ফটো তুলি।

IMG_20230729_140621-01.jpeg
IMG_20230729_140025-01.jpeg
IMG_20230729_140105-01.jpeg

এই গাছপালার ফটো তুলে গিয়ে আমাদের বাস এর সামনে একটি অ্যাম্বুলেন্সের ফটো তুলি।আর আমার এই অ্যাম্বুলেন্সের ফটোটি দেখে অনেক খারাপ লাগে। সত্যি কথা বলতে আমার এম্বুলেন্স দেখলেই অনেক খারাপ লাগে।আর এই খারাপ লাগার কারন হলো আমার নানি যখন মারা যায় তখন এই অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে আসা হয়। আমি আমার নানীকে অনেক ভালবাসতাম তাই দেখলে আমার অনেক ভয় করে। মনে হয় কার জানি এরকম ভালোবাসার মানুষ হারিয়ে গেছে।

IMG_20230729_140050-01.jpeg

আর আমাদের বাস এর সামনে একটি বাস এর ও দেখা হয়। আর এই দেখা হওয়ার সময় আমরা অনেকে ভয় পাই কারন এই দেখাটি হয় একটি মোড়ে বসে।আর দুইটি বাস সামনা সামনি এসে বেরেক করে। আর সেই সময় আমি একটা ছবি তুলে নি।এই ভাবে কিছু সময় কাটাতে কাটাতে আমি আমার গন্তব্য স্থানে এসে পৌঁছে যাই।আর আমি বাস থেকে নেমে পরি। আর এই হলো আমার বাস এ করে বরিশাল থেকে বরগুন আসার ঘটনা।

IMG_20230729_140534.jpg

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করি সবার এই পোস্ট টি ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।আর কোন ও ভুল হলে কমেন্ট করে জানাবেন।আর মানুষ মাত্রই তো ভুল তাই সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

" আমার পোস্ট টি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ "