ফুল প্রকৃতির সুন্দর্য ধরো রাখে।পরিবেশকে সতেজ রাখে।পরিবেশের সুন্দর্যের জন্য ফুল অবশ্যয় প্রয়োজন।গোলাপ ফুল, ফুলের রাজা বলি হই।প্রায় ক্ষেত্রেই গোলাপ ফুলের আবদান অনেক।যে কোনে অনুষ্ঠানে গোলাপ ফুল ব্যবহার করা হইয়ে থাকে।সবথেকে বড়া কথা ভালবাসার আর এক নাম হল গোলাপ ফুলের।ভালবাসা অটল থাকার জন্য গেলাপকে ব্যবহার করে।এই গোলাপ ফুলের রাতের আধারে অনেক সুন্দর দেখাই।
রাতের জশৎসাতে গোলাপের একটা সুন্দর মহিমি দেখা যাই।গোলাপ অনেক রকমের হই।এই গোলাপের ছবি আমি রাতে কলেজ থেকে তুলেছি।
This post has received a 13.6 % upvote from @boomerang.