আইপিএল

in #play7 years ago

জমজমাট আইপিএলে শেষ ৪ এ কে খেলবে তা নির্ধারিত হয়েছে একদম শেষ ম্যাচে।শেষ ২ ম্যাচে যারা জয় পাবে তারাই যাবে শেষ চারে।জয়ের জন্য সবাই মরিয়া ছিল।১ম ম্যাচে খেলা ছিল রাজস্থান রয়েলস বনাম রয়েল চেলেঞ্জার ব্যাঙ্গালুরুর সাথে। এই ম্যাচে রাজস্থান আগে ব্যাট করে ১৬৪ করে ৫ উইকেটের বিনিময়ে।ত্রিপাথি করে ৮০ রান, রাহানে করে ৩৩ এবং ক্লাসেন করে ৩২ রান। জবাবে ব্যাটিং এ আসে রয়েল।তারা ১৯.২বল খেয়ে ১৩৪ রান করে অল আউট হয়।ফলে তারা ৩০ রানের ব্যবধানে হারে।আর রাজস্থান চলে যায় শেষ চারে।এই ম্যাচে যাদব ৩টি ও গোপাল ৪টি উইকেট নেয়।
IMG_20180520_080819.jpg

আর পরের ম্যাচ হয় কলকাতা বনাম হায়দ্রাবাদ।এই ম্যাচে হায়দ্রাবাদ প্রথমে ব্যাটিং করে ১৭২ রান করে ২০ অভারে।ধাওয়ান করে ৫০, উইলিয়ামসন করে ৩৬,গোসামি করে ৩৫।জবাবে ব্যাট করতে আসে কলকাতা। তারা ১৯.৪ বল খেলে ৫ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয়।ল্যন করে ৫৫,উথাপা করে ৪৫,নারিন করে ২৯।তারা চলে যায় শেষ চারে।এই ম্যাচে ক্রিশনা নেয় ৪ উইকেট।
IMG_20180520_080705.jpg
ম্যাচ ২টা অনেক আনন্দদায়ক ছিল।