প্রথম ম্যাচ হেরে ও পরের ম্যাচ জিতে ফাইনালে সানরাইজার হায়দ্রাবাদ।

in #play7 years ago

সেমিফাইনালে ম্যাচ হেরেও ফাইনাল খেলবে সানরাইজার হায়দ্রাবাদ।পয়েন্ট টেবিলে পয়েন্ট বেশি থাকায় হেরে গিয়েও আর ও একটা ম্যাচ খেলার সু্যোগ পেয়েছিল সানরাইজার হায়দ্রাবাদ।আর সেই সু্যোগ কাজে লাগিয়েছে হায়দ্রাবাদ।জয় দিয়ে ম্যাচ শেষ করে পৌছে গেছে সপ্নের ফাইনালে।প্রথমে ব্যাট করে ২০ অভারে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান করে হায়দ্রাবাদ।
সাহা = ৩৫ রান
ধাওয়ান=৩৪
সাকিব = ২৮
বোলিং ও ভাল করেছে হায়দ্রাবাদ।
খান = ৩ উইকেট
সাকিব = ১ উইকেট
কউল =২ উইকেট
বাথওয়াথি = ২ উইকেট নিয়েছে।

জবাবে ব্যাট করতে আসে কলকাতা। তারা ২০ অভারে ৯ উইকেটের বিনিময়ে ১৬০ রান করে।
ল্যান =৪৮ রান
গিল= ৩০ রান
নারিন = ২৬ রান
রানা = ২২ রান
বোলিং এ কলকাতার
যাদব = ২ উইকেট
চাউলা = ১ উইকেট
নারিন = ১ উইকেট
মাভি = ১ উইকেট নেন।
ফলে কলকাতা ১৪ রানে হারে। আর হায়দ্রাবাদ জিতে যায়।
IMG_20180526_073110.jpg