অসাধারণ আরো একটা কবিতা............

in #poem7 years ago (edited)

কবিতা টা লিখার আগে একটা প্রশ্ন আর অনুরোধ কমেন্ট এ জানাবেন কোথায় শুনেছেন এই কবিতা লিখে জানাবেন.........। ধন্যবাদ............।।

breaking heart.gif

তুমি আমাকে ভুলে যাবে এ আমি ভাবতেই পারি না......
আমাকে মন থেকে মুছে ফেলে,
তুমি আছ এ সংসারে,হাটছো বারান্দায়,
মুখ দেখছো আয়নায়,আঙ্গুলে জড়াচ্ছো চুল,

দেখছো,
তোমার সিথী দিয়ে বেরিয়ে গেছে অন্তহীন উদ্দ্যানের পথ,
দেখছো,তোমার হাতের তালুতে ঝলমল করছে রূপালী শহর।

আমাকে,
মন থেকে মুছে ফেলে,তুমি অস্তিত্বের ভূভাগে ফুটাচ্ছো ফুল,
আমি,
ভাবতেই পারি না।

যখনই ভাবি,
হঠাৎ,
কোনো একদিন তুমি আমাকে ভুলে যেতে পারো,
যেমন,
ভুলে গেছো অনেকদিন আগে পড়া কোনো উপন্যাস।
তখন,
ভয় কালো কামিজ পড়ে হাজির হয় আমার সামনে,
পায়চারি করে ঘন ঘন মগজের মেঝেতে।

তখন,
একটা বুনো ঘোড়ার খুড়ের আঘাতে ক্ষতবিক্ষত করে আমাকে,
আর আমার আর্তনাদ তখন ঘুরপাক খেতে খেতে,
অবসন্ন হয়ে পড়ে নিঃশ্চুপ এক সময়,
যেমন,
ভ্রষ্ঠ পথিকের চিৎকার হারিয়ে যায় বিশাল মরুভূমিতে।

come again.jpg

বিদায় বেলায় সাঁঝ-টাঝ আমি মানি না,
আমি চাই ফিরে এসো তুমি স্মৃতি-বিস্মৃতির প্রান্তর পেরিয়ে,
শাড়ির ঢেউ তুলে,
সব অশ্লীল চিৎকার,
সব বর্বর বর্ষা স্তব্ধ করে দিয়ে,
ফিরে এসো তুমি,
স্বপ্নের মত চিলেকোঠায়।

মিশে যাও,
হৃ্দ স্পন্দনে আমার,
হৃ্দ স্পন্দনে আমার.........