ফাগুনবেলা

in #poem6 years ago

ফাগুনের আগুনে পোড়ে মন
বসন্তের আহবানে,
দেহ ত্যাজি মন সাজি উড়িল সে কোথা,
আজি হেথা মিশিবে সখা সখিরও সনে,
সখি তুমি আছো কোথা কোন কুঞ্জবনে?

যাবিরে যাবি মন সেথা
ফাগুনের টানে,
বসিয়া থাক তুমি আমা পানে
ভাবিয়া এ ভরা ফাগুনে- মরি বিহনে!

Sort:  

In the Time of Spring