যদি তুমি জানতে!
কত বিনিদ্র রজনী কেটে গেছে আমার
তোমার মায়াবী চোখের দিকে তাকাবার চরম নেশায়,
কত দিন বয়ে গেছে আমার দিন ফূরাবার আগেই
তোমার ভাবনার জগতে ডুব দেবার কালে।
.
যদি তুমি জানতে!
কত ব্যথার সমুদ্রঝড় আমি পাড়ি দিয়েছি একেলা,
কত রাত ভোর হয়েছে আমার অকারনে, অবহেলাভরে,
কত পাহাড় কষ্ট বুকে নিয়ে বয়ে বেড়াতাম আমি
মুখে আলতো হাসি নিয়ে।
.
যদি তুমি জানতে!
কতবার আমি মনের আগুনে পুড়ে ছাই হয়েছি
তোমার থেকে দূরে, দূর-দেশে পালিয়ে ভালো থাকার জন্য,
কত আঘাত বুকের পিঞ্জিরাবদ্ধ হয়ে অকালে মরেছে,
কত রক্ত বয়ে গেছে মন নদীগর্ভ থেকে।
.
যদি তুমি জানতে!
অনেক ভালো কবিতা👏
This comment has received a 0.48 % upvote from @booster thanks to: @prince60.