আমি নারী

in #poem7 years ago

আমি নারী।
বাঁধার পাহাড় উপরে ফেলে আমিও দাঁড়াতে পারি।
আকাশ সমান কষ্ট নিয়ে দিতে পারি জন্ম
মা হিসেবে নিজেকে দেখে হতে চাই ধন্য।
শুনাই আশার কথা
দেখাই তোমায় পথ।
তবে কেন আমার পথে তোমার অবরোধ :(
আমি নারী
আমি চলতে পারি রেলে
ভাসিতে পারি নীলে।
দেশ করতে পারি শাসন
হতেও পারি ধর্ষণ
আমি তোমার খেলার পন্য।
নারী বলে মানুষ হিসেবে কেউ করে না গণ্য।
জাগাও তোমার বিবেক
গাও সাম্যের গান।
নারী হিসেবে আমাকে তুমি দাও গো
সম্মান।

(আমার ছন্দে পাই না মিল। কষ্ট করিয়া ছন্দ মিলাইয়া পরিয়া লইবেন। :-) )

#নারীকেসম্মানকরুন।
নিজেসম্মানিতহন। ^_^

Sort:  

happy women's day to you. more power and keep steeming.

Nice post of yours :-)