----জান্নাত
source
জীবনের মাঝে জীবনকে খুজি,
গন-মানুষের ভিড়ে প্রকৃত মানুষ
নিজেকে জাহিরে ব্যস্ত সবাই,
যায়না দেখা মান আর হুশ।
আপনার চেয়ে বড় কেউ নয় ,
এই ধারনাটা ভর করেছে সবার মনে
মানুষ আছে, প্রকৃত মানুষ পাওয়াটাই
খুজে পাওয়া দায়, সুন্দর এই ভুবনে।
কেউবা আছে ধুলো দিয়ে সমাজের চোখে,
ভাব এমনটা তার, সে কত ভাল মানুষ
আপন স্বার্থে লাগলে আঘাত,
খশে পড়ে তার আড়ালের মুখোশ।
অভিনয়ের এই রঙ্গমঞ্চে সবাই,
করছে তারা প্রতিদিনই অভিনয়
প্রকৃত মানুষের আজ বড় যে অভাব,
মান আর হুশ ছাড়া মানুষ পুরো পৃথিবীময়।
Khub valo. apnar chinta vabna sadharon manusder niye.
You got a 14.55% upvote from @upmewhale courtesy of @jannat!
Earn 100% earning payout by delegating SP to @upmewhale. Visit http://www.upmewhale.com for details!
This post has received a 6.79 % upvote from @booster thanks to: @jannat.
খুবই সুন্দর পোস্ট। আপু আপনি বাংলাদেশি?
nice poem. keep it up
Very nice poem apu..
Awesome poem. Keep it up allah bless you