আমি রোমান্স নৃত্যের আবির
রহস্যময় কোষে রমনির জিন
মৌনতা মাঝে নিবন্ধন
প্রেম কন্তলের প্রদীপ
আমি বাসর আমি বৃন্দাবন
আমি জলসা ঘর আমি লক্ষ অলৌকিক
আমি দশন দেবতাকুল
কাল মহাকাল আমাতে তোমাতে আনন্দ কম্পণ
আবেগে উধ্বালোকে গমন
আমি প্রেম লীলা প্রণয়ীনী মোহনীয়
কোমনী দেহ সৌষ্ঠব মতের হুর।
কারারুদ্ধ জীবন মাঝে বাসর গরি।
শ্রেণীভেদ ভয়ংকর নিষ্ঠরতা ভোগ করে
সত্যকে ছিনিয়ে এনেছি করেছি বিশ্ব জয়
বিশ্ব বাতায় আছে আমার জ্যান্ত সমাধির ইতিহাস
আমি আনারকলি সেলিমের
উওাল প্রেম আর প্রেমের পায়ে জিঞ্জির
আমি কাঁপিয়েছি বিশ্ব মানবতা
আমি কাঁদিয়েছি সকল প্রেমির প্রাণ
আমি কাল মহাকাল রোমান্স।