- সৌরিন ভট্টাচার্য্য
আদ্যকথা থেকে উৎসারিত ঋতুরেণুর সঞ্চয়ন;
ক্যালিডাস সলের জ্যোতিষ্কবাষ্পের ঘনীভূত মেঘপুঞ্জ,
অনুষ্ণ ভূর্জপত্রের সুস্পষ্ট ইঙ্গিতে মোহিত পূর্বসূরি,
জলনিধির কৃষ্ণসত্বা, ইজিরের গর্বিত দৌহিত্র
হাইমডালের উচ্চনিনাদভিষিক্ত তূরীয় শৃঙ্গার —
শিরাউপশিরায় রন্ধ্রে রন্ধ্রে প্রতিধ্বনিত মহাস্বন।
অতিপ্রাচীন পৃথিবীর ফসল বুনবার ঠিক পরেই
জন্ম পরাক্রমী স্ক্যান্ডিনেভিয়ার জিলফি সম্রাটের, —
শাণিত তরবারিতে স্ফুরিত অয়সের জটিল অগ্নিভাষা,
মুসপেলহাইমের অর্চিনির্মোকে নবজন্মা ধরিত্রীর ক্রন্দন,
সোচ্চার পেখমগাত্রের ঝলকে গরূৎযূথ উড্ডীয়মান;
তরুণ অর্কের কিরণের আতপস্নাত পৌরাণিক মর্মদেশ,
লোকির বিরূপাক্ষ নেত্রের জলবিন্দুহীন কুটিল রোদন,
মৃত ও বৃদ্ধের ভূমন্ডলে নির্বাসিতা হেলের আত্মবিলাপ,
স্ব ও পরের নিদারুণ ঐহিক কুলবৈরে জাগ্রত রসায়ন।
নিনির্লেখ কল্পনায় ইগদ্রাসিলের গুঁড়িময় সুপ্ত প্রসারণ,
নববিশ্বের সুসংবদ্ধতার অন্তিম জলপথ, হে ভস্মবৃক্ষ !
পুরামৃগের অনন্তব্যাপী বিচরণক্ষেত্র, অংশুমালীর চতুঃদশা,
নিষ্কল ভাগ্যকর্ষিতা; রাগনারকের দুই উদ্বর্তীর পরিমিত শ্বাসে
প্রসব-সম্ভাবনা, স্রংস উপত্যকার গভীরে ফ্ল্যুমেন গিরিখাতে।
পাদটীকা:
১) ক্যালিডাস : ল্যাটিন শব্দ Calidus, অর্থ উষ্ণ বা তপ্ত
২) সলের : ল্যাটিন শব্দ Sol, যার অর্থ সূর্য
৩) ইজির : প্রাচীন নর্স শব্দ Aegir, নর্স পুরাণ অনুযায়ী এক শক্তিময় সমুদ্রসত্তা
৪) হাইমডাল : প্রাচীন নর্স শব্দ Heimdallr, নর্স পৌরাণিক বিবরণ অনুযায়ী এক শক্তিশালী দেবতা যিনি ইজিরের দৌহিত্র ও উচ্চনিনাদি গালারহর্নের অধিকারী
৫) জিলফি সম্রাট : প্রাচীন নর্স শব্দ Gylfi, কিংবদন্তি সম্রাট জিলফি ছিলেন পুরাতন স্ক্যান্ডিনেভিয়া সাম্রাজ্যের অধীশ্বর
৬) মুসপেলহাইম : প্রাচীন নর্স শব্দ Muspelheim, নর্স পৌরাণিক বিবরণ অনুযায়ী নয়টি বিশ্বের একটি ও সূর্যের ন্যায় সদাঅগ্নিময়
৭) হেল : প্রাচীন নর্স শব্দ Hel, নর্স পৌরাণিক সত্তা হেল ছিলেন দেবতা লোকি-র কন্যা ও মৃতলোকের অধিষ্ঠাত্রী
৮) ইগদ্রাসিল : প্রাচীন নর্স শব্দ Yggdrasil, এটি একটি নর্স পৌরাণিক মহাবৃক্ষ যা নয়টি বিশ্বের সংযোগস্থল ও খুবই পবিত্ররূপে খ্যাত
৯) রাগনারক : প্রাচীন নর্স শব্দ Ragnarok, পৌরাণিক বিবরণী অনুসারে একটি সর্ববিধ্বংসী ঘটনাক্রম, যাতে অনেক দেবতার মৃত্যু হয় ও সমগ্র বিশ্ব সমুদ্রে নিমজ্জিত হয়; কেবল দুজন মানব-মানবী ‘হোডমিমিস হোল্ট’-এ গোপন থেকে আত্মরক্ষা করে মানবতাকে বাঁচিয়ে রাখেন
১০) নাইফেলহাইম : প্রাচীন নর্স শব্দ Niflheim, এর আক্ষরিক অর্থ 'কুহেলিকা নিকেতন', এটি নর্স পৌরাণিক বিবরণ অনুযায়ী নয়টি বিশ্বের একটি ও কবিতায় এটির স্রংস উপত্যকা মানবতার নবজ্জীবনের স্থল
কবিতাটি কেউ কপি করে পোস্ট করবেন না
Source: http://www.bangla-kobita.com/sourin/niflheimer-srongsho-upotyokay/
Not indicating that the content you copy/paste is not your original work could be seen as plagiarism.
Some tips to share content and add value:
Repeated plagiarized posts are considered spam. Spam is discouraged by the community, and may result in action from the cheetah bot.
Creative Commons: If you are posting content under a Creative Commons license, please attribute and link according to the specific license. If you are posting content under CC0 or Public Domain please consider noting that at the end of your post.
If you are actually the original author, please do reply to let us know!
Thank You!
You have received an upvote from @nicestbot. I am an automated curation bot trying to make minnows happy.
This post has received a 37.37 % upvote from @booster thanks to: @sadmankhan.