অপেক্ষা

in #poem6 years ago

সুরের অভাবে কথা গুলো ছন্দ হারা 

দিক হারিয়ে পথিক আজও পথহারা,

বিশ্বাসের দ্বারে যদি তালা থাকে 

কলিজায়  কালিমার  দাগ  কাটে 

হাজারো তপস্যায়, আর্তনাদ আর বন্দনায়, অপেক্ষায়, 

সেকি ফেরে..?. নাকি ফেরেনা ?!