তোমাকে দেখেছি আজ এই ক্ষনে!
তবু যেন ছিলে সততই মনে,
বৃষ্টির বাতাসে সেই মায়া ধুনে
ভিজিয়ে ছিলে তুমি আপন রঙে।
.
নিশার স্বপন ভাঙি জেগে ওঠি,
লক্ষ্যের সোপানে এগিয়ে পা রাখি,
মন আর মাথার দ্বন্দ্বে পড়েছি
আমি যোগ্য নাকি তুমি উপযুক্ত।
.
অদৃশ্য ইশারায় চলেছি আমি,
কিছু না জানি শুধু গন্তব্য তুমি।
মাহেন্দ্রক্ষণে দেখা হবে যেদিন,
পাবে কি আমায় চিনতে সেদিন?
Sort: Trending