এমনও দিনে তারে বলা যায়
এমনও ঘন-ঘোর বরিষায়
এমনও দিনে মন খোলা যায়।
এমনও মেঘস্বরে বাদল ঝরঝরে
তপনও হীন ঘন তমসায়
এমনও দিনে তারে বলা যায়।
সে কথা শুনিবেনা কেহ আর
নিভৃত নির্জন চারিধার।
দু'জনে মুখোমুখি গভীর দুখে দুখী
আকাশে জল ঝরে অনিবার।
জগতে কেহ যেন নাহি আর,
সমাজ সংসার মিছে সব
মিছে এ জীবনের কলরব।
কেবলই আঁখি দিয়ে আখিঁরও সুধা পিয়ে,
হৃদয় দিয়ে হৃদি অনুভব
আঁধারে মিশে গেছে আর সব।
তাহাতে এ জগতে ক্ষতি কার
নামাতে পারি যদি মনোভার,
শ্রাবণ বরিষণে একদা গৃহকোণে
দু'কথা বলি যদি কাছে তার
তাহাতে আসে যাবে কিবা কার!
ব্যকুল বেগে আজি বহে বায়
বিজুলী থেকে থেকে চমকায়,
যে কথা এ জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়।
এমনও ঘন-ঘোর বরিষায়
এমনও দিনে তারে বলা যায়।