বহু বছরের সাধনায় যা
কিছু মেলে
বিশ্বামিত্রেরও পদ স্খলন হয়
মেনকার ছলে।
পিতৃপ্রেমে অভিভূত রাজা শান্তনু
বর দানে দেবব্রত হলেন ভীষ্ম
আপন জনের রক্তের হোলি দেখে
মহারথী পিতামহ হলেন স্বেচ্ছায় ভস্ম।
আজকে একবাটি পায়েসে
মিষ্টি গন্ধ নাই
করুণা কিংবা স্বার্থের অদৃশ্য রং
শুধু দেখতে পাই।
করুণা দয়ায় আমার ভীষণ আপত্তি
এর থেকে আমাকে দাও শর্তহীন মুক্তি।
হাড় কাঁপা শীতে আমার ভাতের থালায়
সামান্য সরিষা বাটা পাতা
আজকে দামি দামি খাবারেও দেখি না
সেই মধুর অকৃত্রিম আপনতা।
জানি সে সব দিন আর আসবে না ফিরে
মাঝে মাঝে গিয়ে বসে থাকি ইচ্ছে নদীর তীরে।
I already published this poem on my blog : http://www.bangla-kobita.com/sujoy12/post20170123045030/
*** I added a link of my steemit profile to bangla-kobita.com. Please, check : http://www.bangla-kobita.com/sujoy12
I added a link of my steemit profile to bangla-kobita.com. Please, check : http://www.bangla-kobita.com/sujoy12