My original bengali poetry

in #poetry7 years ago

আমি শেষ বিকেলের প্রতিদ্বন্দ্বী আলো
বিলিয়ে যাওয়ার অনিবার্যতায় বিমূখ
আলো আঁধারি খেলায় জমে উঠে উদ্বেগ
নেশাখোর পাগলের উদভ্রান্ত গতিবেগ।
জোনাকির আলোয় আমি আবার ফেরত আসি
হালকা হিমের আমেজ মেখে গায়ে
তোমার বাড়ির হঠাৎ জন্মে উঠা ঝোপে
প্রতীক্ষার আলোকসজ্জা প্রহেলিকা আদপে।
তোমার লাল রং প্রিয় আমার ও লাল

তফাৎ শুধু গোলাপ আর রক্তে
তাই ভায়োলিনে বেজে উঠে অচেনা সুর
সব কিছু থেকে বিরত তবুও শেষ হতে অনেক দূর।
images (1).png

THANK YOU

Sort:  

Wow!! Nice poetry bro...Keep following. You can visit my profile @shoot , hope you will like my photography.

the poem is very inspired, impressed the poetry of it.

Poetry comes from the highest happiness or the deepest sorrow.