An original bengali poem: একদিন হয়তো আমি ফিরে আসবো

in #poetry8 years ago

আমি প্রতিদিন সূর্য দেখি আর উত্তাপ গায়ে মাখি
দূরে চলে যাই হাওয়ায় চড়ে বৈশাখের আমন্ত্রণে,
আমি লাজুক রৌদ্র হয়ে তাপ ছাড়াই বৃদ্ধার আবেগে।
image
একদিন হয়তো আমি ফিরে আসবো
তোমার জানালায় উঁকি দিয়ে জানাবো-
আমি ফিরেছি শুরু তোমারই জন্যই।

যে শরতের আকাশে সাদা মেঘের চলাফেরা
সেখানেই বসত গড়ি আমি তোমার অপেক্ষায়।
Image source:google

Sort:  

Khub bhalo laglo kobita ta r khub sundor megher chobita, steemite akjon bangali k dekhe khub bhalo.Abosoi tomar jonno sob somoy Upvoted thakbe. Follow korchi tumio follow koro.

ধন্যবাদ